র্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি জ্যোতির
এশিয়া কাপের সেমিতে বাংলাদেশের মেয়েরা যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে তাতে হতাশ হয়েছেন ভক্তরা। তবে সংগ্রামী ইনিংস খেলে একাই লড়াই করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এটার পুরষ্কার অবশ্য পেয়েছেন এশিয়া কাপ শেষে। এগিয়েছেন র্যাংকিংয়ে। আইসিসির প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে উঠে এসেছেন ১৪-তে। ছিলেন ১৭তে। তার রেটিং এখন ৬১২। যেখানে তার ক্যারিয়ার সেরা রেটিং ছিলো ৬১৩।
টুর্নামেন্ট শেষ করেছেন ১৪২ গড়ে ব্যাট করে। যেটা টুর্নামেন্টের সর্বোচ্চ। চার ম্যাচে যে তিন ইনিংসে ব্যাট করেছেন সবগুলোতেই বড় স্কোর করেছেন টাইগ্রেস কাপ্তান৷
শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ৫৯ বলে ৪৮ রান। জ্যোতি ছাড়া আর কোনো ব্যাটার ক্রিজে টিকতেই পারেননি।। শুধুমাত্র শেষদিকে দুজন পেরেছিলেন ডাবল ডিজিট স্পর্শ করতে।
থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে টার্গেট সহজ ছিলো তাই ক্যাপ্টেন ট্রাই করেছেন অন্যদের। মালেশিয়ার বিপক্ষে করেছিলেন বিস্ফোরক ব্যাটিং। ৩৭ বলে পাঁচ চার আর দুই ছয়ে অপরাজিত ছিলেন ৬২ রানে।
ভারতের বিপক্ষে দলের দুর্দশার দিনে ৫১ বলে ৩২। সাপোর্ট পাননি কারও। সবমিলিয়ে দল ফাইনালে উঠতে না পারলেও দলের সবচাইতে সফল পারফর্মার ছিলেন জ্যোতি সেটা নিয়ে দ্বিমতের সুযোগ নাই। আরও একবার র্যাংকিংও কথা বললো জ্যোতির হয়ে।