নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন নাদাল
নোভাক জোকোভিচের কাছে ৬-১, ৬-৪ সেটে হেরে প্যারিস অলিম্পিকের টেনিসে ছেলেদের সিঙ্গেলসে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। ঠিক তারপর থেকেই একটা কথাই বার বার শুনতে হচ্ছে তাকে - অবসর অবসর অবসর…
রোলাঁ গারোর ক্লে কোর্টে এই স্প্যানিয়ার্ড মাসখানেক আগেই ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন। এবার দ্বিতীয় রাউন্ড থেকে। তাইতো অবসরের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাকে।
এমন পরিস্থিতিতে বেশ বিরক্ত এই তারকা টেনিস খেলোয়াড়। বিরক্ত হয়েই গণমাধ্যমের সামনে এর উত্তর দিলেন ২২ গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই টেনিস সুপারস্টার।
তিনি বলেন, ‘প্রতিদিন এক প্রশ্ন? প্রতিদিন আপনারা চাইছেন আমি অবসর নিই। আমি সবসময়ই চেষ্টা করছি নিজের সেরাটা দেওয়ার। কিন্তু প্রতিদিন এটা আমার শেষ ম্যাচ ভেবে খেলা সম্ভব নয়। আমি এখানে এসেছি নিজের সেরাটা দিতে। যে দিন অবসর নেব বা অবসরের কথা ভাববো, আমি আপনাদের জানিয়ে দেব। এখন আমি খেলাটা উপভোগ করার চেষ্টা করছি।’
ইনজুরি থেকে ফিরে জোকোর মতো টেনিসের সেরা বাছাইকে চ্যালেঞ্জে ফেলা যে কঠিন ছিলো সেটা স্বীকার করেছেন নিজেই। বাস্তবতা মেনে নিয়েই জানিয়েছেন, ‘১৫ বছর আগে আমার পা যে ভাবে চলত, এখন সেটা হয় না। এই অবস্থায় ইতিহাসের সেরা টেনিস খেলোয়াড়কে বিপদে ফেলা কঠিন।’
সিঙ্গলসে হেরে গেলেও নাদালের অলিম্পিক যাত্রা এখনও শেষ হয়ে যায়নি। কার্লোস আলকারাজকে সাথে ডাবলসে খেলছেন স্পেনের হয়ে। যেখানে ২০১৬ সালে রিওতে গোল্ড মেডেল জিতেছিলেন এই স্প্যানিয়ার্ড।