ইংল্যান্ডের হেড কোচ মটের পদত্যাগ

ইংল্যান্ডের হেড কোচ মটের পদত্যাগ

সাদা বলের ক্রিকেটে দুই ফরম্যাটের দুই বিশ্বকাপের পরপর ব্যর্থতার মুখ দেখেছে ইংল্যান্ড। দলের ক্রিকেটাররা আশানুরূপ পারফর্মও দেখাতে পারছেন না। টানা ব্যর্থতার দায় মাথায় নিয়ে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ম্যাথিউ মট।

২০২২ সালে মট ইংলিশদের দায়িত্ব নিয়েছিলেন। এসেই দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং চলতি বছরে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর নিজেই দায়িত্ব ছাড়লেন তিনি। যদিও ২০২৬ সাল পর্যন্ত বোর্ডের সঙ্গে মটের চুক্তি ছিল।

পদত্যাগের পর টট বলেন, ‘ইংল্যান্ড পুরুষ দলের কোচ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এটি একটি সম্মানের বিষয়। আমরা গত দুই বছরে সাফল্য অর্জনের চেষ্টায় সবকিছু করেছি এবং ২০২২ সালে দুর্দান্তভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় সহ সেই সময়কালে দলটি সার্বিক যে পারফরম্যান্স দেখিয়েছে তার জন্য আমি অনেক গর্বিত।’

মটের অধীনে সাদা বলের ফরম্যাটে মোট ৩৪টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। যেখানে ১৬টি ম্যাচে জিতেছে ইংলিশরা।

বিদায় বেলায় বিশ্বকাপজয়ী এই কোচ আরও বলেছেন, ‘আমি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সবাইকে তাদের প্রতিশ্রুতি, সমর্থন এবং আমার দায়িত্বে থাকাকালীন কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি অনেক দুর্দান্ত বন্ধুত্ব এবং অবিশ্বাস্য কিছু স্মৃতি নিয়ে চলে যাচ্ছি। অবশেষে, আমি ইংল্যান্ড সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই যারা সর্বদা আমাদের সমর্থন করেছেন এবং আমরা যেখানেই বিশ্বজুড়ে ভ্রমণ করেছি সেখানেই আমাদের সমর্থন দিয়ে গেছেন।’

মটের পর ইংল্যান্ড জাতীয় দলের নতুন দায়িত্ব কাকে দেওয়া হবে এ বিষয়ে সঠিক কোনোকিছুই বোর্ড থেকে জানানো হয়নি। তবে নতুন কোচের তালিকায় সাবেক অজি ক্রিকেটার মাইকেল হাসি এবং সাবেক লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা আছেন বলে জানা গেছে।

সম্পর্কিত খবর