ডি কক-ডুসেনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার ৩৫৭

ডি কক-ডুসেনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার ৩৫৭

রানটাকে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড় বলাটাকে ঠিক বলে মনে হচ্ছে না। পুরো বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা যেভাবে ৪২৮, ৩৯৯, ৩৮২ রান তুলেছে আগে ব্যাট করে, তাতে আজকের করা ৩৫৭ রানকে পাহাড় না বলে টিলা-ঢিবি গোছের কিছু বলাই যেন শ্রেয়। তবে যা হয়েছে, তাও কম কীসে? প্রোটিয়াদের ছুঁড়ে দেওয়া এই পরিমাণ রান তাড়া করে জেতার কীর্তি শুধু নিউজিল্যান্ড কেন, গোটা বিশ্বকাপের ইতিহাসেই যে কোনো দলের নেই! তাই উড়তে থাকা দুই দলের লড়াইয়ে জিততে হলে নিউজিল্যান্ডকে আজ ইতিহাসই গড়তে হবে।

দুই দলই বর্তমানে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে আছে সুবিধাজনক অবস্থানে। সে কারণেই হয়তো নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম টস জিতে নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকাকে তাদেরই কমফোর্ট জোনে রেখে হারাতে পারলে তা দলকে দারুণ অনুপ্রেরণা দেবে, সে কারণেই হয়তো। 

দক্ষিণ আফ্রিকা শুরু থেকে খানিকটা সাবধানী ছিল। তবে টেম্বা বাভুমা ফিরে যান দ্রুতই। এরপরের গল্পটা শুধুই কুইন্টন ডি কক আর রাসি ফন ডার ডুসেনের। ২০০ রানের জুটি গড়ে দলকে এনে দেন বড় রানের ভিত। দলীয় ২৩৮ রানে ফেরেন ডি কক। তবে তার ঠিক আগেই বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরির দেখা পেয়ে গেছেন তিনি।

ডুসেন পেলেন এরপর। ১৩৩ রান করে তিনি থামেন। এরপর ডেভিড মিলারের ৩০ বলে ৫৩ রানের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা পেয়ে যায় ৩৫৭ রানের বিশাল পুঁজি। 

সম্পর্কিত খবর