রিশাদের রেকর্ডের রাতে জয় পেয়েছে লাহোর

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:২০ এএম | ১৪ এপ্রিল, ২০২৫

প্রথম ম্যাচে ছিলেন একাদশের বাইরে। তবে দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ পেয়েই যেন দলের ভাগ্য বদলে দিলেন রিশাদ হোসেন। নিজের বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি লিগের প্রথম ম্যাচেই নিয়েছেন তিন উইকেট। বল হাতে রিশাদের আলো ছড়ানোর দিনে জিতেছে তার দল লাহোর কালান্দার্স।

নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে লাহোর৷জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪০ রানেই অলআউট হয়েছে কোয়েটা গ্লাডিয়েটরস। আর তাতেই ৭৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে এসেছে রিশাদের দল। লাহোরের জয়ের দিনে তিনটি রেকর্ড করেছেন রিশাদ।

কোয়েটার বিপক্ষে ম্যাচে ৩১ রান দিয়ে রিশাদ নিয়েছেন ৩ উইকেট। আর তাতেই বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিং ফিগারের দুইয়ে আছেন রিশাদ হোসেন। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের লাহোরের বিপক্ষে ১৪ রানে দুই উইকেটের বোলিং ফিগারকে।২১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে শীর্ষে মাহমুদউল্লাহ রিয়াদ।

পিএসএলে বিদেশিদের মধ্যে অভিষেকে সেরা বোলিং ফিগারে দুইয়ে চলে এসেছেন রিশাদ।তার উপরে আছেন কেবলই জেশন হোল্ডার।

বিদেশি ফ্র্যাঞ্চাইজ লিগে অভিষেক ম্যাচে দেশের খেলোয়াড়দের মধ্যে সেরা বোলিং ফিগার এতদিন পর্যন্ত ছিল তানজিম হাসান সাকিবের(২/২০)। গেল বছর গ্লোবাল সুপার লিগে করেছিলেন এই কীর্তি। সেটা গতকাল টপকে গেলেন রিশাদ।

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :