বছরের প্রথম দিনে ব্যস্ততা শান্তদের
বাংলা নববর্ষের প্রথম দিনটিতে যখন পুরো দেশ মেতে উঠেছে উৎসবে, ঠিক তখন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে ভিন্ন দৃশ্য। পহেলা বৈশাখে আনন্দ-উৎসব নয়, ঘাম ঝরিয়ে আন্তর্জাতিক মিশনের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে না খেলা টাইগাররা এবার নতুন বছর শুরু করছেন জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। এই সিরিজকে সামনে রেখে গতকাল ১৩ এপ্রিল থেকে সিলেটে শুরু হয়েছে দলের অনুশীলন ক্যাম্প। প্রথম দিন সকালেই অনুশীলনে অংশ নেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
নববর্ষের দিন, আজ ১৪ এপ্রিল সোমবার, পুরো দলই যোগ দিয়েছেন ক্যাম্পে। দেখা গেছে জাকের আলি অনিক, সাদমান ইসলামসহ বাকি ক্রিকেটারদেরও। পুরো কোচিং স্টাফ—প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ—উপস্থিত থেকে অনুশীলনের তত্ত্বাবধান করছেন।
এর আগে ১২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনুশীলন ক্যাম্প একদিন পিছিয়ে ১৩ তারিখ থেকে শুরু হয়।
জিম্বাবুয়ে দল বাংলাদেশে পা রাখবে ১৫ এপ্রিল। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় টেস্টটি ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।