বর্ষবরণে বাংলাদেশ নারী ফুটবল দল
নতুন বছরের নতুন ভোরে, ঢাকার রাজপথে ছিল উৎসবের ঢেউ। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় এবার এক ভিন্ন মাত্রা যোগ হয় জাতীয় নারী ফুটবল দলের উপস্থিতিতে। বাঙালির প্রাণের উৎসব এবার যেন আরও বেশি প্রাণ পেল এই সাহসী মেয়েদের পদচারণায়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত শোভাযাত্রায় আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে। আজ সেই আহ্বানে সাড়া দিয়ে র্যালিতে অংশ নেয় অধিনায়ক আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপাসহ ক্যাম্পে থাকা প্রায় সকল জাতীয় ফুটবলার। সকাল থেকেই তারা অন্য অংশগ্রহণকারীদের সঙ্গে ঘুরে ঘুরে আনন্দ ভাগাভাগি করেন, মুখে ছিল হাসি, মনে ছিল গর্ব।
অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নারী ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উপস্থিতিকে 'নতুন বাংলাদেশের প্রতীক' বলে অভিহিত করেন।
টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে এবার একুশে পদকে ভূষিত করেছে সরকার। যদিও পদকপ্রাপ্ত নয়জন খেলোয়াড় বর্তমানে ভুটানে অবস্থান করায় র্যালিতে অংশ নিতে পারেননি, তবুও বাকি সদস্য, কোচিং স্টাফ ও কর্মকর্তারা উপস্থিত থেকে দিনটিকে স্মরণীয় করে তোলেন।