শঙ্কা উড়িয়ে অলিম্পিকের শেষ আটে আর্জেন্টিনা

শঙ্কা উড়িয়ে অলিম্পিকের শেষ আটে আর্জেন্টিনা

শঙ্কা কেটে গেছে। আর্জেন্টিনা চলে গেছে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে। নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে কোচ হাভিয়ের মাসচেরানোর দল।

অলিম্পিকের শেষ আটে যাওয়ার লড়াইয়ে আজ প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তাতে শঙ্কা জমে যাচ্ছিল বৈকি!

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনা পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলের দেখা। ক্রিশ্চিয়ান মেদিনার বাড়ানো বল থেকে গোলটা করেন তিয়াগো আলমাদা।

শেষ মুহূর্তে আরও এক গোল পেয়ে গেছে দলটা। এবার দৃশ্যপটে এলেন ক্লদিও এচেভরি। তার গোলের যোগানটাও এসেছে মেদিনার পা থেকেই। 

দ্বিতীয়ার্ধের শুরু আর শেষের দুই গোলে আর্জেন্টিনা জয় পেয়েছে সহজেই। আর তাতেই শেষ আট নিশ্চিত হয়ে গেছে আলবিসেলেস্তেদের। 

সম্পর্কিত খবর