আর্চার সাগরের মূল লড়াই আজ

আর্চার সাগরের মূল লড়াই আজ

সাগর ইসলাম এবারের অলিম্পিকে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলছেন নিজ যোগ্যতায়। তার মূল লড়াই শুরু হচ্ছে আজ। 

এর আগেও মাঠে নেমেছেন এই আর্চার। প্যারিস অলিম্পিকের র‍্যাঙ্কিং রাউন্ডে তিনি ৪৫তম হয়েছিলেন। 

তাই মূল পর্বের শুরুতেই তিনি পেয়েছেন র‍্যাঙ্কিং পর্বে ২০তম হওয়া মাউরো নেসপলিকে। যিনি আগের অলিম্পিকে রূপা জিতেছেন। 

সাগরের এই লড়াই অলিম্পিকের রিকার্ভ পুরুষ একক বিভাগে। তার লড়াই শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।

তাকে নিয়ে আশায় বুক বাধছেন কোচ মার্টিন ফ্রেডেরিক। তিনি বলেন, ‘তিন দিন ধরে বিশেষ প্রস্তুতি নিয়েছে সে। নিজের সেরাটা দিতে মানসিকভাবে তৈরি সে। আমি তাকে নিয়ে ভালো কিছুর আশাই করছি।’

সম্পর্কিত খবর