দুই ‘শত্রু’কে মিলিয়ে দিল অলিম্পিক

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:২৯ পিএম | ৩১ জুলাই, ২০২৪

উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া দুই প্রতিবেশি দেশ হলেও বহু দিন ধরেই তাদের সম্পর্কটা আদায়-কাঁচকলায়। চলতি বছরে তাদের এই বিরোধটা চরমে পৌঁছেছে। উত্তর কোরিয়া তো বছরের শুরুতে সরাসরি ‘প্রধান শত্রু’ বলেই আখ্যা দিয়েছে দক্ষিণ কোরিয়াকে।

সেই দুই দেশ এবার অলিম্পিকেও এসেছে। তবে এখানে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। দুই দলের খেলোয়াড়রা ভাব জমালেন গলায় গলায়। অলিম্পিক সবসময় ঐক্যের কথা বলে। উত্তর আর দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রাও যেন সেটার প্রধান দূত হয়েই দেখা দিলেন। গত রাতে টেবিল টেনিসের মেডেল পোডিয়ামে দেখা মিলল এই অনন্যসুন্দর দৃশ্যের। 

গতকাল অলিম্পিকের টেবিল টেনিস ইভেন্টের মিশ্র দ্বৈত বিভাগ দেখেছে এই দৃশ্য। সেখানে দক্ষিণ কোরিয়া জিতেছে ব্রোঞ্জ, আর উত্তর কোরিয়া জিতেছে রূপা; সোনা গেছে চীনের দখলে। 

নিজেদের পদক গ্রহণের পর দক্ষিণ কোরিয়ার লিম জং-হুনের উদ্যোগে গ্রুপ ছবি তোলে তিন দল। উত্তর কোরিয়ার রি জং সিক আর কিম কুম ইয়ং, দক্ষিণ কোরিয়ার শিন ইয়ু বিন আর চীনের দল ওয়াং চুকিং আর সুন ইয়িংশা লিমের দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড স্যামসাংয়ের ফোনে ছবি তোলেন। 

দক্ষিণ কোরিয়ার সর্বাধিক পঠিত দৈনিক জংআং লিবোর শিরোনামে লেখা হয়, ‘দুই কোরিয়ার জাতীয় পতাকা আর স্যামসাং ফোনের এক সেলফি।’

২০১৬ সালের পর প্রথম বারের মতো উত্তর কোরিয়ার কোনো খেলোয়াড় দাঁড়ালেন অলিম্পিক পোডিয়ামে। ২০২১ টোকিও অলিম্পিকে করোনা মহামারীর কারণে দেশটি অ্যাথলেটদের জাপানে পাঠায়নি। 

দক্ষিণ কোরিয়ার লিম এই ছবি তোলার পর সংবাদ মাধ্যমকে জানান, ‘তারা রৌপ্য পদক জিতেছে। তাদের নাম ঘোষণার পরই আমি তাদের অভিনন্দন জানিয়েছি।’

দক্ষিণ কোরিয়ার সম্প্রচারকরা এই ভিডিও বারবার চালিয়েছেন। অনেক ধারাভাষ্যকারও এর তারিফ করেছেন। একজন বলেছেন, ‘এটাই অলিম্পিকের আসল শিক্ষা।’

খেলার দুনিয়া | ফলো করুন :