ছন্দে ফিরে সাকিব জেতালেন বাংলা টাইগার্সকে

ছন্দে ফিরে সাকিব জেতালেন বাংলা টাইগার্সকে

সাকিব আল হাসান বহু দিন ধরে ছিলেন অফ ফর্মে। তবে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে শেষ দুই ম্যাচে তিনি দিয়েছেন ফর্মে ফেরার ইঙ্গিত। সবশেষ টরন্টো ন্যাশনালসের বিরুদ্ধে ব্যাটে বলে পারফর্ম করলেন বেশ। দলকেও এনে দিয়েছেন টানা দ্বিতীয় জয়।
ফর্মহীনতায় ভোগা সাকিব বল হাতে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আগের ম্যাচে। ৪ ওভার বল করে ৩ উইকেট নিয়েছিলেন ১০ রান দিয়ে। সেই তিনি এবার আবারও বল হাতে আলো কেড়ে নিলেন। নির্ধারিত ৪ ওভারে ৩০ রান দিয়েছেন বটে। কিন্তু একটা উইকেট নিয়েছেন, নিকলাস কার্টনের সে উইকেটটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। যাতে ভর করে সাকিবের দল পেয়েছে ২ রানের রুদ্ধশ্বাস জয়।
এর আগে ব্যাট হাতেও ছন্দে ছিলেন তিনি। গত রাতে ১৫ বলে ৩ ছক্কায় তিনি করেছেন ২৪ রান। তার দল শুরুতে ব্যাট করে ২০ ওভারে তুলেছে ১৬৮ রান। সাকিবের সমান ২৪ রান করেন গুরবাজ, ওয়াসিম করেন ২৭ এবং শেষ দিকে ১৭ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডেভিড ভিসা।
জবাবে টরন্টো ৩৮ রানে ৩ উইকেট খুইয়ে বসে। তবে একপাশ আগলে রেখে কার্টন চোখ রাঙানি দিচ্ছিলেন বাংলা টাইগার্সকে। শেষ দুই ওভারে ২৭ রান দরকার ছিল দলটার। তখন আক্রমণে এসে ৯ রান দিয়ে ৫৪ বলে ৭৪ রান করা কার্টনের উইকেট তুলে নেন সাকিব। আর তাতেই সাকিবের দল জেতে ২ রানে।

সম্পর্কিত খবর