সমর্থককে সাকিবের প্রশ্ন, ‘আপনি দেশের জন্য কী করেছেন?’

সমর্থককে সাকিবের প্রশ্ন, ‘আপনি দেশের জন্য কী করেছেন?’

ব্যস্ত সময় কাটছে সাকিব আল হাসানের। বিশ্বকাপ শেষে মেজর লিগ ক্রিকেটে খেলেছেন, এখন খেলছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। 

তবে তার এমন ব্যস্ততার সময়ে বাংলাদেশও পার করছে অস্থির এক সময়। কোটা আন্দোলনের কারণে দেশে অস্থিরতা চলছে শেষ দুই সপ্তাহ ধরেই। 

এই আন্দোলনকে ঘিরে সহিংসতা বন্ধে দেশের অনেক ক্রিকেটারই আহ্বান জানিয়েছেন, নানা ভাবে শান্তি ফেরানোর কথা বলেছেন। তবে সাকিব আল হাসান এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন একেবারে শুরু থেকেই। 

সাকিব আল হাসানের সমর্থকরাও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। যে কারনে সুদূর কানাডায়ও বিষয়টি নিয়ে ভক্তের প্রশ্নের মুখে পড়লেন তিনি। 

গত রাতে টরন্টো ন্যাশনালসের বিরুদ্ধে ম্যাচে গ্যালারি থেকে এক ভক্ত বিষয়টি নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন। সাকিব সে প্রশ্নের জবাব তো দেনইনি, উল্টো তাকে একাধিকবার জিজ্ঞেস করেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ ক্ষুব্ধ সাকিব এরপর নিরাপত্তাকর্মীদের কাছে জানতে চান সে সমর্থকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না। 

এর আগে সাকিব ব্যাটে বলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন অবশ্য। টরন্টোর ইনিংসের সর্বোচ্চ রান করা নিকলাস কার্টনের উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। ব্যাট হাতে ১৫ বলে ২৪ রান করে দলকে লড়াকু পুঁজি এনে দিতে সাহায্য করেছিলেন।

সম্পর্কিত খবর