ইংল্যান্ডে ভয় ওয়াসিম আকরামের

ইংল্যান্ডে ভয় ওয়াসিম আকরামের

অবশেষে হারের বৃত্ত ভেঙেছে পাকিস্তান। টুর্নামেন্টের সপ্তম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে বাবর আজমের দল। তাতেই জেগে রয়েছে দলটির সেমিফাইনাল খেলার সম্ভাবনা। তবে সেটা করতে পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে হারাতে হবে পাকিস্তানকে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকিদের ওপর।

তবে তা যে বেশ কঠিন তাই মনে করিয়ে দিয়েছেন দলটির সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তার যত ভয় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ডকে নিয়ে। দেশটির টেলিভিশন এ স্পোর্টসের নিয়মিত শো ‘দ্য প্যাভিলিয়ন’-এ ইংল্যান্ডকে নিয়ে তার ভয়ের কথা জানিয়েছেন ওয়াসিম।

ওয়াসিম বলেন, ‘পাকিস্তান কেবল একটি কাজ করতে পারে। তা হলো সামনের ম্যাচগুলো জেতা। তারপরে তাদের প্রার্থনা করতে হবে যেন অন্য দলগুলি অনুকূল ফলাফল করে। কারণ এই জিনিসগুলি আপনার নিয়ন্ত্রণে নেই। নিউজিল্যান্ড যদি বড় ব্যবধানে হারে, যদিও সেটি পাকিস্তানের নিয়ন্ত্রণে নেই। কাজেই তাদের নিজেদের ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত। কেননা, পরের দুটি ম্যাচ বড় দলের বিপক্ষে।’

বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচ নিয়েই যত ভয় ওয়াসিমের, ‘আমি ইংল্যান্ডকে ভয় পাই কারণ তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। কাজেই তারা নির্ভয়ে ক্রিকেট খেলতে নামবে। কারণ তাদের হারানোর কিছু নেই। তারা আক্রমণাত্মক হবে এবং কারও সেমিফাইনালে খেলার স্বপ্ন নষ্ট করতে চাইবে।’

 

সম্পর্কিত খবর