নিরাপত্তা নিয়ে শঙ্কা, আর্জেন্টিনায় ফিরছেন না দি মারিয়া

নিরাপত্তা নিয়ে শঙ্কা, আর্জেন্টিনায় ফিরছেন না দি মারিয়া

ক্যারিয়ারের শেষটা রোজারিও সেন্ট্রালের হয়ে করতে চেয়েছিলেন আনহেল দি মারিয়া। তবে নিরাপত্তার শঙ্কা সেটা হতে দিচ্ছে না। হবে কীভাবে? তার পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানে সম্প্রতি এক বক্সে করে শূকরের মাথা পাঠানো হয়েছে, যাতে আটকে আছে একটা বুলেটও। যা পরিষ্কার হুমকি তার জন্য।

তিনি বলেন, ‘হুমকিটা আমার বোনের ব্যবসা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল। একটা বাক্সে শূকরের মাথা পাঠানো হয়েছে, তার কপালে বুলেট ঢুকে গেছে। সঙ্গে একটা নোট পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে রোজারিও সেন্ট্রালে যোগ দিলে পরের মাথাটা হবে আমার মেয়ে পিয়ার।’

তিনি আরও জানান, তিনি তার পরিবারের শান্তি আর সুখ রক্ষা করতে চান। তিনি বলেন, ‘আমি এভাবে রোজারিওতে ফিরতে চাই না। তারা আমার পরিবারকে হুমকি দিয়েছে। আমি এটা হতে দিতে পারি না। কোনো ভাবেই না।’

দক্ষিণ আমেরিকায় এমন হুমকি, আক্রমণ কিংবা গুম করে ফেলার মতো অপরাধের সংখ্যা কম নয়। শেষ কয়েক বছরে এমন অপরাধের শিকার অনেক বারই হয়েছেন খেলোয়াড়রা। 

রোজারিওতে গেল বছর মেসির স্ত্রীর একটি দোকানে সশস্ত্র হামলা করা হয়। তারা একটি হুমকিও দিয়ে গিয়েছিলেন আর্জেন্টাইন তারকা ও তার পরিবারকে। 

গেল বছর অক্টোবরে গেরিলারা কলম্বিয়ায় লুইস ডিয়াজের বাবাকে তুলে নিয়ে গিয়েছিল। যার ১২ দিন পর তাকে ছেড়ে দেয়া হয়।

সম্পর্কিত খবর