সুপার ওভারে বোলিং করতে হবে এমনটা চিন্তাও করেননি ওয়াশিংটন

সুপার ওভারে বোলিং করতে হবে এমনটা চিন্তাও করেননি ওয়াশিংটন

শ্রীলঙ্কার মাটিতে প্রথম দুই টি-টোয়েন্টি জয়ের মধ্যে দিয়ে সিরিজটা আগেই নিজেদের করে নিয়েছিল ভারত। এতে গতকালের সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। তবে ঘরের মাটিতে সেটি লঙ্কানদের জন্য ছিল মান বাঁচানোর। সেখানে বোলাররা করে ফেলেছিলেন অর্ধেক কাজ। ব্যাটাররাও ছিলেন জয়ের পথেই। শেষ দুই ওভারে জয়ের জন্য স্রেফ ৯ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। তবে পার্ট-টাইম স্পিনার রিংকু সিং ও সূর্যকুমার যাদবের নৈপুণ্যে ম্যাচ হয় ড্র। পরে সুপার ওভারে গড়ান ম্যাচে নৈপুণ্য দেখান আরেক স্পিনার ওয়াশিংটন সুন্দর। 

সুপার ওভারে কেবল ২ রান দিয়ে ২ উইকেট তোলেন ওয়াশিংটন। পরে ৩ রানের লক্ষ্যে প্রথম বলেই চার মেরে ম্যাচ জিতিয়ে দেন সূর্যকুমার। 

সুপার ওভারে সাধারণতই স্পিনারদের নজির খুব একটা মেলেনা। এমনকি দলে মোহাম্মদ সিরাজ, খলিল আহমেদের মতো ভরসাবান পেসাররাও ছিলেন। তবে সূর্যকুমার বল থামান ওয়াশিংটনের হাতে এবং যার প্রতিদান তিনি দেন দারুণভাবেই। তবে সুপার ওভারে তাকে বোলিং করতে হবে এমনটা তার চিন্তাতেও ছিল না বলে ম্যাচ শেষে জানান ওয়াশিংটন। 

সেই প্রসঙ্গ টেনে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়াশিংটন বলেন, ‘সত্যি বলতে, আমার ধারণা ছিল না আমিই বোলিং করতে যাচ্ছি। ব্যাটসম্যানরা আউট হওয়ার পর সূর্য পিছন ফিরে আমাকে বললেন, ‘ওয়াশ, তুমি শুরু কর।’ তবে বেশ খুশি হয়েছিলাম, যখন অধিনায়ক আপনাকে সুপার ওভারের মতো গুরুত্বপূর্ণ সময়ে বোলিং দিতে চায়।’

সুপার ওভারে লঙ্কানদের থামাতে স্রেফ তিনটি বল করতে হয়েছিল ওয়াশিংটনকে। প্রথম বল ওয়াইড, পরের বল ১ রান নেয় লঙ্কান ব্যাটার এবং এরপর দুই বলেই জোড়া আঘাত হানেন এই বাঁহাতি স্পিনার। তাই তো অধিনায়কের ভরসায় উতরে আসতে পেয়ে ম্যাচশেষে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাও জানান ওয়াশিংটন। ‘এটা আমার জন্য বড় সুযোগ ছিল, দেশের হয়ে ম্যাচ জেতার জন্য। ঈশ্বরকে ধন্যবাদ, এটা ভালোভাবেই হয়েছে।’ 

অধিনায়ক সূর্যকুমারের প্রশংসাটাও আলাদাভাবে করেছেন ওয়াশিংটন। ‘এটি সূর্য এবং তার নেতৃত্বের দক্ষতার অসাধারণ এক পরিদর্শন ছিল।’ 

সূর্যকুমার যেন এমন প্রশংসার দাবীদারই ছিলেন। শেষ ওভারে যখন জয়ের জন্য প্রয়োজন ছিল স্রেফ ৬ রান, তখন বল হাতে তুলে নিলেন এবং উইকেটও শিকার করলেন জোড়া। চাপের চরম অবস্থানেও এমন ঠাণ্ডা মেজাজে পরিস্থিতি নিয়ন্ত্রণের পুরষ্কারটা যেন পাওয়ারই ছিল। 

সম্পর্কিত খবর