চমক দেখিয়েই চলেছেন অধিনায়ক সূর্যকুমার
ব্যাটার সূর্যকুমার যাদবের নামডাক কম না। তবে বোলার হিসেবে খ্যাতি নেই একদমই। তবে এবার বল হাতেই গড়লেন রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শেষ ওভারে বল হাতে নিয়ে দলকে ম্যাচ জেতাতে পারেননি, তবে শেষ ওভারে যখন ৫ রান ডিফেন্ড করার দরকার ছিলো তখন ৫ রান দিলেও ম্যাচ হারতে দেননি। নিয়েছেন দুই উইকেটও।
আর এতেই ঢুকে গেছেন রেকর্ডবুকে। ভারতের ক্যাপ্টেনদের মধ্যে সেরা বোলিং ফিগারে তার পাঁচ রানে দুই উইকেট আছে তিনে। তবে ক্যাপ্টেন হিসেবে আছেন দুইয়ে। কারণ প্রথম দুইটা ফিগার হার্দিক পান্ডিয়ার।
এদিন আরও অনেকগুলো রেকর্ডে নাম ঢুকেছে সূর্যকুমারের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ম্যান অব দ্য সিরিজ এখন তার। এই নিয়ে দ্বিতীয়বার জিতলেন। এই তালিকায় শীর্ষে থাকা বিরাট কোহলি জিতেছেন তিনবার।
শুধুমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে বিশ্বব্যাপী এমন কীর্তিতেও শীর্ষে কোহলি আর দুইয়ে সূর্য। কোহলি সিরিজসেরা হয়েছেন সাতবার এবং সূর্য হয়েছেন পাঁচবার।
টিম ইন্ডিয়া এই ফরম্যাটে লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছে তিনবার। ২০১৭ এবং ২০২২-এ ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা আর এবার সূর্যকুমার।
ভারতের হয়ে এখনও পর্যন্ত তিনটা সিরিজ ক্যাপ্টেন্সি করেছেন সূর্যকুমার। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছেন ৪-১ ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ এর ড্র আর শ্রীলঙ্কাড় বিপক্ষে ৩-০ তে জয়। অর্থাৎ ক্যাপ্টেন হিসেবে সিরিজের হিসেবে এখনও অপরাজিত সূর্যকুমার।