পাকিস্তান ক্রিকেটে বিশেষ ভূমিকায় ফিরছেন ওয়াকার

পাকিস্তান ক্রিকেটে বিশেষ ভূমিকায় ফিরছেন ওয়াকার

সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াকার ইউনিসকে বোর্ডে ফিরিয়ে আনছে পাকিস্তান ক্রিকেট। খোদ চেয়ারম্যান মহসিন নাকভি তাকে বড় ভূমিকায় আনতে যাচ্ছেন, জানাচ্ছে জিও নিউজ।  

পিসিবির সূত্র জানাচ্ছে যে, নাকভি তাকে পরামর্শকের ভূমিকায় আনতে যাচ্ছেন। এখানেই শেষ নয়, বোর্ডে তার কর্তৃত্বের ভাগও ওয়াকারকে দিতে প্রস্তুত পিসিবি প্রধান। 

জিও নিউজ জানাচ্ছে, ওয়াকার বোর্ডের ভেতরের ক্রিকেটীয় বিষয়গুলো দেখভাল করবেন। আর মহসিন নাকভি নিজের কাছে রাখবেন বোর্ডের যতো প্রশাসনিক বিষয়। 

পিসিবি প্রধান আপাতত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে মনোযোগ দিতে চান। আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে এর আসর। 

সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াকার ইউনিস পিসিবির আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দিক দেখবেন। তাতে নির্বাচক কমিটি থেকে শুরু করে ক্রিকেটারদের নো অবজেকশন সার্টিফিকেটও অন্তর্ভুক্ত থাকবে। 

সম্পর্কিত খবর