লাল বলের ক্রিকেটে ফেরত আসছেন তাসকিন

লাল বলের ক্রিকেটে ফেরত আসছেন তাসকিন

বার বার চোটে পড়া আর অতিরিক্ত ইনজুরি প্রবণতার কারণে ক্রিকেটের লম্বা ফরম্যাট থেকে দূরে থাকতে চেয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বলা যায় এখনো দূরেই আছেন। তার নাম সরানো হয়েছে টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে থেকেও।

গত মার্চে হওয়া সবশেষ টেস্ট সিরিজে ছিলেন না তিনি। তবে আসন্ন পাকিস্তান সিরিজের আগে তাসকিন দিচ্ছেন ইতিবাচক বার্তা। বর্তমানে তিনি ঘাম ঝরাচ্ছেন মিরপুরে। এলপিএল থেকে ফিরে সপ্তাহ খানেক বিশ্রামে থাকার পর এখন মিরপুরের ইনডোরে প্র‍্যাকটিস করছেন লাল বলে। করেছেন চার ওভার।

তাসকিন এই মুহুর্তে আছেন পাকিস্তান সফরের বিবেচনাতেও। এমনটা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনের কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন তিনি।

জালাল বলেন, “তাসকিনের মঙ্গলবার একটা মূল্যায়ন ছিলো। ওটা হয়ে গেছে। ওকে বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে, তখন আপনারা বুঝতে পারবেন।”

তবে তাসকিনের এখনও পাকিস্তান সিরিজে খেলা পুরোপুরি নিশ্চিত নয়। তাকে অপেক্ষা করতে হবে আল্ট্রাসাউন্ড ও এমআরআই রিপোর্টের। সেখানে ইতিবাচক সাড়া পেলে তবেই পাকিস্তানের উদ্দেশ্যে বিমান ধরবেন এই ফাস্ট বোলার।

সবশেষ ২০২৩ এর জুনে মিরপুরে আফগানদের বিপক্ষে তেশট ম্যাচ খেলেছিলেন তাসকিন। ক্যারিয়ারে মোট ৩০টা টেস্ট ম্যাচ খেলেছেন দেশের অন্যতম সেরা এই পেসার।

সম্পর্কিত খবর