ভক্তকে এমন মন্তব্য করে থাকলে সাকিব ঠিক করেনি: জালাল ইউনুস

ভক্তকে এমন মন্তব্য করে থাকলে সাকিব ঠিক করেনি: জালাল ইউনুস

কোটা আন্দোলনের কারণে দেশে অস্থিরতা চলছে প্রায় দুই সপ্তাহ ধরেই। এই আন্দোলনকে ঘিরে সহিংসতা বন্ধে দেশের অনেক ক্রিকেটারই আহ্বান জানিয়েছেন, নানা ভাবে দেশে শান্তি ফেরানোর কথা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ছাত্রদের আন্দোলনকে সমর্থনও জানিয়েছেন একাধিক টাইগার ক্রিকেটার। তবে দেশের সবচেয়ে বড় তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটে বসে ছিলেন একেবারে শুরু থেকেই। 

সাকিবের সমর্থকরাও এই বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ। যে কারণে সুদূর কানাডায় থেকে এ প্রসঙ্গে ভক্তের প্রশ্নের মুখে পড়লেন তিনি। মঙ্গলবার রাতে টরন্টো ন্যাশনালসের বিরুদ্ধে ম্যাচে গ্যালারি থেকে এক ভক্ত বিষয়টি নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন সাকিবকে।

সাকিব সে প্রশ্নের জবাব না দিয়ে উল্টো সেই ভক্তকেই জিজ্ঞেস করে বসেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ ক্ষুব্ধ সাকিব এরপর নিরাপত্তাকর্মীদের কাছে জানতে চান সে সমর্থকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না।

ভক্তের প্রতি সাকিবের এই প্রশ্নটা কতটা যৌক্তিক ছিল তা নিয়ে আজ (বুধবার) জানতে চাওয়া হয় বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুসের কাছে। জবাবে তিনি বলেন, ‘ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন। আমি কিন্তু ভিডিওটা দেখি নাই, আমার কমেন্ট করা ঠিক হবে না। ভক্তকে এমন মন্তব্য যদি সাকিব করে থাকে তাহলে সে ঠিক করেনি। সবারই সব জায়গা থেকে অবদান আছে।’

জালাল ইউনুস আরো বলেন, ‘দেখেন এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার সাকিব কী বলেছে সেখানে আমি সেটা বলতে পারব না। আমি যতটুকু জেনেছি যে কথা বলা হয়েছে। কিন্তু ক্রিকেটে অবদান নাকি এখানে কোনো অবদান বোঝাতে চেয়েছে আমি জানি না।’

এছাড়া আসন্ন পাকিস্তান সিরিজে সাকিবকে মাঠে দেখা যাবে কিনা এ প্রসঙ্গে বোর্ড পরিচালক বলেছেন, ‘সে খেলবে, কথা হয়েছে। বোর্ডের সঙ্গে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে আমার সঙ্গেও। সময় যদি না থাকে সে দুবাই থেকে সরাসরি চলে যাবে। অথবা সে ঢাকায় এসে দুই-একদিন প্র্যাকটিস করে তারপর টিমের সঙ্গে যোগ দিতে পারে। অর্থাৎ, পাকিস্তান সিরিজে সাকিবকে পাওয়া যাবে।’

সম্পর্কিত খবর