প্রথম রাউন্ডেই শেষ সাগরের যাত্রা
মাউরো নেসপলি আর সাগর ইসলামের মাঝের র্যাঙ্কিংয়ের ফারাকটা ৬৮ ধাপের। নেসপলি আছেন বিশ্ব আর্চারির র্যাঙ্কিংয়ে ৫ম স্থানে, সেখানে সাগরের অবস্থান ছিল ৭৩-এ। তার সঙ্গে যোগ করুন নেসপলির বিশাল অভিজ্ঞতাকে, আর এদিকে সাগরের যাত্রা মোটে শুরু।
সব মিলিয়ে লড়াইটা অসম ছিল। এ অসম লড়াইয়ে জিততে হলে সাগরকে অবিশ্বাস্য কিছু করতে হতো। সেখানে সাগর তা তো পারেনইনি, তার গড়পড়তা পারফর্ম্যান্সটাও দিতে পারেননি। ফলাফল যা হওয়ার তাই হয়েছে, সাগর নেসপলির কাছে হেরেছেন ৬-০ ব্যবধানে। তাতে মূল লড়াইয়ের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশি এই আর্চারকে।
শিরোপার স্বপ্ন বাস্তবিকভাবে ছিল না সাগরের সামনে। বিশেষ করে র্যাঙ্কিং রাউন্ডে ওভাবে চাপে পড়ে গড়বড় পাকিয়ে ফেলার পর তো আরও ছিল না। সাগরের চাওয়া তবু ছিল কোয়ার্টার ফাইনাল। কিন্তু তা হলো না। তার অনেক আগেই ঝরে পড়তে হলো তাকে।
নেসপলির বিপক্ষে আজ শুরু থেকেই পিছিয়ে পড়েছিলেন সাগর। প্রথম সেটে নেসপলি যেখানে ৩ তিরের তিনটিই মেরেছিলেন ‘বুলজ আই’তে, সেখানে সাগরের পয়েন্ট ছিল যথাক্রমে ৮, ৯ আর ১০। ৩০ এর বিপরীতে ২৭ তুলে প্রথম সেট খুইয়ে বসেন সাগর।
এরপরের সেটে তিনি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। তিন তিরে তিনি তুলেছিলেন ২৬ পয়েন্ট, ওদিকে নেসপলি তুলেছিলেন ২৭। ফলে এই সেটটাও হাত ফসকে যায় তার।
তৃতীয় সেটে শুরুটা ভালো হয়নি। এরপর আর লড়াইয়ে ফিরতেও পারেননি সাগর। তার ২৫ পয়েন্টের বিপরীতে ২৮ পয়েন্ট তুলে নেসপলি সরাসরি সেটের জয় তুলে নেন। আর তাতেই বিদায়ঘণ্টা বেজে যায় এবারের অলিম্পিকে সরাসরি নাম লেখানো বাংলাদেশের একমাত্র অ্যাথলেট সাগরের।