বাংলাদেশ সিরিজে মরকেলকে দেখা যাবে ভারত শিবিরে
টিম ইন্ডিয়ার দায়িত্ব পেয়েই যেন নিজের ঝলক দেখাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তার অধীনের লঙ্কানদের তাদেরই মাটিতে ধবলধোলাই করল ভারত। নতুনদের নিয়ে সাজানো এই দলে গম্ভীর চালাচ্ছেন নিত্যনতুন পরীক্ষানিরীক্ষা। যার ফলও পেয়েছেন বেশ ভালোই। টানা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছে তরুণদের নিয়ে গঠিত এই ভারত।
নিজে ভারত দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়ার আগে নিজের কয়েকজন পছন্দের মুখকে সহযোগী হিসেবে চেয়েছিলেন গম্ভীর। কিন্তু বিসিসিআই সাধারণত বিদেশি কোনো কোচকে দলের দায়িত্ব দিতে সবসময়ই অনিচ্ছা প্রকাশ করায় তার এই চিন্তায় ভাটা পড়েছিল।
তবে ভারতীয় গণমাধ্যমের নতুন গুঞ্জন, সব ঠিক থাকলে ভারত জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেলকে। এমনকি আগস্টেই দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।
গম্ভীর নিজেই আনুষ্ঠানিকভাবে মরকেলের নাম প্রস্তাব করেছেন বোর্ডের কাছে। যদিও বিসিসিআই এখনো এ বিষয়ে কিছু জানায়নি। তবে গম্ভীরের প্রস্তাব গৃহীত হলে বাংলাদেশের বিপক্ষে সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত দলের সহকারী কোচ হিসেবে দেখা যেতে পারে সাবেক প্রোটোয়ান ক্রিকেটারকে।