নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা

প্রথম ইনিংসটা যখন শেষ হলো, তখন রোমাঞ্চেরই আভাস মিলছিল। দক্ষিণ আফ্রিকা করেছিল ৩৫৭, এরপরও। কারণ আগের ম্যাচেই যে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৮৮ তাড়া করে প্রায় জিতে যাচ্ছিল। তবে ধর্মশালার সে রোমাঞ্চটা পুনেতে টেনে আনতে পারল না নিউজিল্যান্ড। রীতিমতো মুখ থুবড়ে পড়ল প্রোটিয়াদের সামনে। ১৬৭ রানে অলআউট হয়ে ম্যাচটা হারল ১৯০ রানের বিশাল এক ব্যবধানে। 

ম্যাচটা মূলত টসেই হেরে বসেছিল নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার রান তাড়া করায় দুর্বলতার কথাটা সর্বজনবিদিত, তারাই আবার আগে ব্যাট করলে প্রায় অজেয়। সেই দলের বিপক্ষে টসে জিতলে আপনি ব্যাটিংই করতে চাইবেন। তা না করে কিউই অধিনায়ক টম ল্যাথাম নেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। পরে যা হওয়ার তাই হয়েছে।

দক্ষিণ আফ্রিকা শুরু থেকে খানিকটা সাবধানী ছিল। তবে টেম্বা বাভুমা ফিরে যান দ্রুতই। এরপরের গল্পটা শুধুই কুইন্টন ডি কক আর রাসি ফন ডার ডুসেনের। ২০০ রানের জুটি গড়ে দলকে এনে দেন বড় রানের ভিত। দলীয় ২৩৮ রানে ফেরেন ডি কক। তবে তার ঠিক আগেই বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরির দেখা পেয়ে গেছেন তিনি।

ডুসেন পেলেন এরপর। ১৩৩ রান করে তিনি থামেন। এরপর ডেভিড মিলারের ৩০ বলে ৫৩ রানের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা পেয়ে যায় ৩৫৭ রানের বিশাল পুঁজি। 

সে লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ৮ রানে প্রথম উইকেট খোয়ানোর পর কখনোই কক্ষপথে ফিরতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে অলআউট হয় ১৬৭ রান তুলে। ১৯০ রানে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তাতে সেমিফাইনালের সুবাসও পেতে শুরু করেছে দলটি।

সম্পর্কিত খবর