শেষ আটে থামল ‘নাদালকারাজের’ স্বপ্ন-যাত্রা
সর্বকালের অন্যতম সেরা রাফায়েল নাদাল, আর ভবিষ্যতে তারকা কার্লোস আলকারাজকে একই দলে পাওয়া, যেন ডিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসিকে কিংবা পেলে আর রোনালদো নাজারিওদের একই দলে খেলতে দেখার মতো বিষয়। স্প্যানিশদের সে স্বপ্নটা সত্যি হয়েছিল এবারের অলিম্পিকে। নাদাল আর আলকারাজ জুটি বেধে ‘নাদালকারাজ’ হয়ে নেমেছিলেন রোলাঁ গারোঁয়, স্বপ্ন ছিল অলিম্পিক সোনার।
তবে সে স্বপ্নযাত্রাটা দুই ধাপ আগেই থেমে গেল তাদের। আমেরিকান জুটি রাজিব রাম আর অস্টিন ক্রাইচেকের কাছে সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছে নাদালকারাজ জুটি।
দীর্ঘ চোটের কারণে নাদাল ছন্দে ছিলেন না। গত রাতে রোলাঁ গারোঁয় ছন্দহীন ছিলেন আলকারাজও। মার্কিন জুটির সামনে কোনো জবাবই দিতে পারছিলেন না দুজনে। ফলাফলটা স্কোরলাইন দেখলেই পরিষ্কার হয়ে যায়। ৬-২, ৬-৪ গেমে হারতে হয়েছে নাদাল-আলকারাজকে।
ফরাসি লাল মাটির কোর্টে ১৪টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নাদাল। এবার অলিম্পিক এখানেই হওয়াতে আরও একবার এই রোলাঁ গারোঁয় খেলার সুযোগ মিলেছিল তার।
এবারের অলিম্পিকটা তিনি শুরু করেছিলেন মশাল হাতে, উদ্বোধনী অনুষ্ঠানে মশাল বয়ে নিয়ে যাওয়ার সম্মান পেয়েছিলেন তিনি। শেষটা মনমতো হলো না তার। বিদায় নিতে হলো বহু আগেই। এর আগে একক বিভাগেও তিনি বিদায় নিয়েছিলেন দ্বিতীয় রাউন্ডে। এবার দ্বৈত বিভাগ থেকেও ঝরে পড়লেন। এবারের অলিম্পিকই শেষ অলিম্পিক তার। শেষটা তাই মোটেও ভালো হলো না তার।