শিগগিরই কোচিংয়ে ফিরছেন না ক্লপ

শিগগিরই কোচিংয়ে ফিরছেন না ক্লপ

লিভারপুলের কোচের দায়িত্ব নেই আর। ইয়ুর্গেন ক্লপ এখন অখণ্ড অবসর কাটাচ্ছেন। তবে তার সামনে সুযোগ ছিল কোচিংয়ে ফেরার। ইংল্যান্ডের কোচের পদ এখন খালি। তিনি সে প্রস্তাব নেওয়ার সম্ভাবনা উড়িয়েই দিয়েছেন রীতিমতো। জানিয়েছেন, শিগগিরই কোচিংয়ে ফেরার ইচ্ছে নেই তার। 

জার্মান ফুটবল কোচের অ্যাসোসিয়েশনের এক সভায় তিনি গতকাল এই কথা বলেন। তিনি বলেন, ‘এই থেমে যাওয়ার সিদ্ধান্তটা আমি হঠাৎই নেইনি। এটা একটা সাধারণ সিদ্ধান্ত ছিল।’ ২০২৩-২৪ মৌসুম শেষে ক্লপ লিভারপুলের কোচিং থেকে সরে দাঁড়ান। এর আগে মাইনৎশ, বরুসিয়া ডর্টমুন্ড আর লিভারপুলের হয়ে ২৩ বছর কোচিং করিয়েছেন তিনি। 

৫৭ বছর বয়সী এই কোচের সামনে এরপরই বেশ কিছু দলের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা এসে দাঁড়ায়। তার মধ্যে ইংল্যান্ড দলের কোচের দায়িত্বও ছিল। তবে তিনি তা নাকচ করে দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি এখন নিরবতা আর শান্তির খোঁজে আছি। আমি শতভাগ এখানে আছি এখন। বিষয়টা উপভোগ করছি আমি। এখন সময় সরে দাঁড়ানোর। আর পুরো বিষয়টাকে বিশ্রাম দেওয়ার।’

তবে কোনো এক সময় কোচিংয়ে ফিরবেন, ইঙ্গিত দিয়ে রেখেছেন কোচ ক্লপ। তার কথা, ‘প্যাডেল টেনিস খেলা কিংবা নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানোর জন্য আমার বয়স হয়নি এখনও। তাহলে কি কোচিংয়ে ফিরব? আসলে সে বিষয়টাকে কিছু সময়ের জন্য উড়িয়ে দিতে হচ্ছে আমাকে। দেখা যাক কয়েক মাস পরে বিষয়টা কেমন দাঁড়ায়। এই মুহূর্তে পাইপলাইনে কিচ্ছু নেই। কয়েক মাস পরে এই বিষয়টা নিয়ে আমরা আবারও আলোচনা করতে পারি।’

সম্পর্কিত খবর