সাকিব-শরিফুলদের বোলিংয়ে জয়ের হ্যাটট্রিক টাইগার্সের

সাকিব-শরিফুলদের বোলিংয়ে জয়ের হ্যাটট্রিক টাইগার্সের

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দারুণ এক দিন কাটালেন সাকিব আল হাসান আর শরিফুল ইসলাম। দুজন মিলে তুলে নিয়েছেন সারে জাগুয়ার্সের ৫ উইকেট। 

তাতে ভর করে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলা টাইগার্স মিসিসাগা। ৪ উইকেটের এই জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার দুইয়ে।

শরিফুল গ্লোবাল টি-টোয়েন্টিতে শুরু থেকেই ছিলেন ছন্দে। তবে গতকাল সারের বিপক্ষে দেখালন তার সেরাটা। ৪ ওভারে দিলেন ১১ রান, তুলে নিলেন ৩ উইকেট। ওদিকে সাকিব ২১ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। 

শরিফুল গত রাতে নিজের প্রথম ওভারেই তুলে নেন সুনীল নারাইনের উইকেট। দশম ওভারে নিজের তিন নম্বর ওভার করতে আসা শরিফুল শেষ দুই বলে তুলে নেন হামজা তারিক আর হারমিত সিংয়ের উইকেট। 

ওদিকে সাকিব আক্রমণে এসেছেন অষ্টম ওভারে। তিনিও প্রথম ওভারে উইকেট পেয়েছেন। তুলে নিয়েছেন ব্রেন্ডন ম্যাকমুলেনের উইকেট। সারে অধিনায়ক মার্কাস স্টয়নিস ২৯ বলে ৩৬ রান করে চোখ রাঙানি দিচ্ছিলেন সাকিবদের। তবে তাকে ১৬তম ওভারে ফেরান সাকিব। তাতে ১০১ রানেই থামতে হয় সারেকে।

জবাবে বাংলা টাইগার্সের ব্যাটিংও ভালো হয়নি। চারে নামা সাকিব ৭ বলে করেছেন ১ রান। তার আগে রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ওয়াসিম বা প্রগৎ সিংরাও পারফর্ম করতে পারেননি। ৩১ রানে ৪ উইকেট খুইয়ে বসে দলটা। শেষ দিকে ডেভিড ভিসা, ইফতিখার আহমেদ আর কারটিস ক্যামফারদের ব্যাটে চড়ে ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় বাংলা টাইগার্স।

সম্পর্কিত খবর