তামিমের ফিফটি, বাংলাদেশ এ’র পুঁজি ২৫০

তামিমের ফিফটি, বাংলাদেশ এ’র পুঁজি ২৫০

অস্ট্রেলিয়া সফরের দুটো চার দিনের ম্যাচ শেষ। এবার বাংলাদেশ ‘এ’ দল নেমেছে সাদা বলের ক্রিকেটে। নিজেদের প্রথম ম্যাচে নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে খেলছেন আফিফ হোসেনরা। 

নিজেদের প্রথম ম্যাচে অবশ্য ব্যাটিংটা ভালো হয়নি দলের। তানজিদ হাসান তামিমের ৫৩ রানের ইনিংসের পর দল ১০ উইকেট খুইয়ে রান তুলেছে মোটে ২৫০। 

টস হেরে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন আর তানজিদ মিলে শুরুটা ভালো করেছিলেন। উদ্বোধনী জুটিই এনে দিয়েছিল ১০০ রান। 

২০তম ওভারে ইমন বিদায় নেন। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট খোয়ানো শুরু করে দলটা।

তিনে নামা জিসান আলমের পর তামিমও ফেরেন দ্রুতই। এরপর থেকে আর স্বীকৃত ব্যাটারদের কেউই ৩০ রানও করতে পারেননি।

চারে নামা আফিফ ৬, আকবর আলী ২৬, শামীম পাটোয়ারী ২০ আর মাহফুজ রাব্বী করেন ১৭ রান। শেষ দিকে আবু হায়দার রনি দলের হাল ধরেন কিছুটা ৪১ বলে তিনি করেন ৩৮ রান। তার এই ইনিংসে ভর করেই শেষমেশ ২৫০ রান ছুঁয়ে ইনিংস শেষ করে বাংলাদেশ।

বাংলাদেশ ‘এ’ ২৫০/১০, ৫০ ওভার
(তামিম ৫৩, পারভেজ ৪৭, রনি ৩৮; হামিশ মার্টিন ৪৬/৪, চার্লি স্মিথ ৩৫/২, ম্যাট হ্যামন্ড ৪৬/২)

সম্পর্কিত খবর