ছক্কার ইতিহাস রচনা করল প্রোটিয়ারা

ছক্কার ইতিহাস রচনা করল প্রোটিয়ারা

চলতি বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্স দিয়ে বিপক্ষের প্রায় সব দলকেই নাস্তানাবুদ করেই চলেছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাটিং পাওয়া ম্যাচগুলোর প্রত্যেকটিতেই তারা ৩০০ এর অধিক রান সংগ্রহ করেছে। শ্রীলঙ্কার সঙ্গে তো তারা বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগহের (৪২৮ রানের) রেকর্ড গড়েছে। পুনেতে কিউইদের বিপক্ষে গতকালও (বুধবার) তাদের দলীয় সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩৫৭ রান। এরই সাথে তারা গড়েছে ছক্কার নতুন রেকর্ড।

এবারের বিশ্বকাপ আসরে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা খেলেছে সাতটি ম্যাচ। এই সাত ম্যাচে তারা মেরেছে মোট ৮২টি ছক্কা। যেকোনো বিশ্বকাপের এক আসরে কোনো দলের সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এটি। ২০১৯ বিশ্বকাপে নিজেদের মাঠে ইংল্যান্ডের রেকর্ড ছিলো ১১ ম্যাচে ৭৬টি ছক্কা। ফাইনাল ও সেমিফাইনাল বাদ দিলেও এখনো প্রোটিয়াদের গ্রুপ পর্বেই বাকি আছে দুইটি ম্যাচ। তাতেই ইংল্যান্ডের করা রেকর্ড টপকে গেল প্রোটিয়ারা।

প্রোটিয়াদের হয়ে এবার সর্বোচ্চ ১৮ ছক্কা হাঁকিয়েছেন কুইন্টন ডি-কক। দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কা (২১ টি) মেরেছেন এবি ডি ভিলিয়ার্স। সেই রেকর্ডটি ভাঙ্গতে গ্রুপ পর্বেই অন্তত দুটি ম্যাচ পাচ্ছেন ডি-কক। দলীয় সর্বোচ্চ ছক্কার এই রেকর্ডটিতে ডি-ককের সাথে তার সতীর্থ হেনরিখ ক্লসেন (১৭) এবং ডেভিড মিলার (১৪) অবদান রেখেছেন।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মোট ১৯টি ছক্কা মেরেছিল দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল তাদের ছক্কা ছিল ১৫টি। এছাড়াও শ্রীলঙ্কা (১৪), ইংল্যান্ড (১৩) ম্যাচেও প্রোটিয়ারা ছক্কার উৎসব মাতিয়েছে।

সম্পর্কিত খবর