চোটে ছিটকে গেলেন মাধুশঙ্কা-পাথিরানাও

চোটে ছিটকে গেলেন মাধুশঙ্কা-পাথিরানাও

লঙ্কান শিবিরে চোট যেন পিছুই ছাড়ছে না। ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ঠিক আগে স্কোয়াড থেকে ছিটকে যান দুই গুরুত্বপূর্ণ বোলার দুশমন্ত চামিরা ও নুয়ান তুশারা। তারপর চোটে পড়েন আরেক পেসার বিনুরা ফার্নান্দো। এবার ওয়ানডে সিরিজের আগে দিয়েও চোটে পড়ে মাঠের বাইরে থাকতে হবে আরও দুই পেসারকে।

তিন পেসারকে ছাড়া টি-টোয়েন্টি সিরিজে যথেষ্ট ভুগেছে শ্রীলঙ্কা। ফলস্বরূপ ঘরের মাটিতে ধবলধোলাইয়ের লজ্জা হজম করতে হয়েছে। এবার ওয়ানডে সিরিজের আগে মাতিশা পাথিরানা ও দিলশান মাধুশঙ্কা স্কোয়াডের বাইরে ছিটকে গেলেন। দলের ব্যবস্থাপক মাহিন্দা হালানগোদা ইএসপিএনক্রিকইনফোকে নিজেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

তিনি জানান, ‘মাতিশার কাঁধে ব্যথা। গেল ওয়ানডে বিশ্বকাপেও ওর একই সমস্যা হয়েছিল। তাই টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে চায়নি।’ এছাড়া মাধুশঙ্কা হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের তথ্যমতে, মাধুশঙ্কার পরিবর্তে দলে অভিষেক হতে যাচ্ছে ঈশান মালিঙ্গার। ২৩ বছর বয়সী এই পেসার ভালো পারফর্ম করবেন এমনটাই আশা করে ম্যানেজমেন্ট।

নতুন অধিনায়ক চারিত আসালাঙ্কার নেতৃত্বে আগামীকাল (শুক্রবার) ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে লঙ্কানরা। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।

সম্পর্কিত খবর