রেকর্ড ও ইতিহাস গড়ে গুয়াতেমালাকে প্রথম সোনা জেতালেন অলিভা
প্যারিস অলিম্পিকে মঙ্গলবার ছেলেদের ট্র্যাপ শুটিংয়ে ব্রোঞ্জ জেতেন গুয়াতেমালার পিয়েরে ব্রল কারদেনাস। যা অলিম্পিকের ইতিহাসের ছিল তাদের দ্বিতীয় কোনো পদক। এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকে রুপা জয়ের মধ্য দিয়ে রেস ওয়াকার এরিক বারোন্দোর হাত ধরে প্রথমবারের মতো কোনো পদক জিতেছিল দেশটি। তবে স্বর্ণ পদকের স্বপ্নটা তখনও বাস্তবায়ন হয়েছিল না তাদের। অবশেষে আদ্রিয়ানা রুয়ানো অলিভার হাত ধরে হলো সেই স্বপ্নপূরণ।
মেয়েদের ট্র্যাপ শুটিংয়ে বুধবার সোনা জেতেন অলিভা। যা গুয়াতেমালার ইতিহাসে অলিম্পিকে প্রথম সোনা জয়ের কীর্তি। অলিভা এই ইতিহাস গড়া সোনা জয়ে গড়েছেন রেকর্ডও। ৫০-এর মধ্যে তার স্কোর ছিল ৪৫, যা অলিম্পিকের নতুন রেকর্ড।
শুটিংয়ের এই ইভেন্টটিতে ৪০ পয়েন্ট নিয়ে রুপা জেতেন ইতালির মারিয়া স্তাঙ্কো। ব্রোঞ্জ জেতেন অস্ট্রেলিয়ার শুটার পেনি স্মিথ। তবে হতাশ হতে হয় এই ইভেন্টে বিশ্বের এক নম্বর তারকা ফাতিমা গালভেসকে। পদকের কোনোটিই না জেতা এই শুটার হয়েছেন চতুর্থ।
দেশকে সোনা জয়ের এই সোনালি মুহূর্ত এনে দেওয়া অলিভার লড়াইটা মোটেও সহজ ছিল না। ২০১২ লন্ডন অলিম্পিককে সামনে রেখে ২০১১ সাল থেকে জিমন্যাস্ট হিসেবে প্রস্তুতি শুরু করেন অলিভা। তবে মেরুদণ্ডের চোটে অলিম্পিকের সেই আসরে অংশগ্রহণ করা হয়েছিল না তৎকালের ১৭ বছর বয়সী তরুণীর। এমনকি জিমন্যাস্ট অলিভার ক্যারিয়ারটাও সেখানেই হয়েছিল শেষ।
তবে স্বপ্ন মানুষকে তাড়িয়ে নিয়ে বহুদূর, যার উজ্জ্বল দৃষ্টান্ত যেন গুয়াতেমালার এই অ্যাথলেট। ডাক্তারের পরামর্শে জিমন্যাস্ট ছেড়ে শুটিংয়ের প্রস্তুতি শুরু করেন অলিভা এবং প্যারিস অলিম্পিকের এবারের আসরে রেকর্ড গড়ে দেশকে এনে দিলেন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই বিশ্ব ক্রীড়াঙ্গনের প্রথম স্বর্ণ পদক।