পাকিস্তান সফরের জন্য নিরাপত্তা পরামর্শক চেয়েছে বিসিবি

পাকিস্তান সফরের জন্য নিরাপত্তা পরামর্শক চেয়েছে বিসিবি

চলতি মাসে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরকারের কাছে নিরাপত্তা পরামর্শক চেয়েছে। পাকিস্তানের ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতির জন্য সবসময় দেশটিতে সফর করাটা উদ্বেগের বিষয়। সেই বিষয়কে মাথায় রেখেই বিসিবি বাংলাদেশ সরকারের কাছে এই সফরে দলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে নিরাপত্তা পরামর্শক চেয়েছে।

এই প্রসঙ্গে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘সফরটা যখন চুড়ান্ত হয় তখনই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সফরে বাংলাদেশ ক্রিকেট দলকে পুরোদুস্তর রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ যখন এশিয়া কাপ ক্রিকেট খেলতে গিয়েছিল তখনই তারা আমাদের এমন রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা প্রদান করেছিল। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বেশ কয়েকটি দল আর্ন্তজাতিক ক্রিকেট খেলতে গিয়েছিল, তারাও পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। এবারের পাকিস্তান সফরেও আমরা নিরাপত্তা ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এরই প্রেক্ষিতে আমরা এই সফরে বাংলাদেশ সরকারের কাছে একজন নিরাপত্তা পরামর্শক চেয়েছি, যিনি এই সফরে সবসময়ে আমাদের দলের সঙ্গে থাকবেন এবং নিরাপত্তায় নিয়োজিত পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন।’

নিরাপত্তা ইস্যুতে এই সফরে না যাওয়ার বিষয়ে দলের কোনো ক্রিকেটার এখন পর্যন্ত অস্বীকৃতি জানাননি।

টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ ‘এ’ দল ইসলামবাদ সফরে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ওয়ানডে খেলবে। ‘এ’ দলে বেশ কয়েকজন টেস্ট খেলোয়াড়ও থাকছেন। এই তালিকায় আছেন মুশফিকুর রহিম ও মমিনুল হক। যেহেতু দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে কোনো অনুশীলন ম্যাচ খেলবে না বাংলাদেশ দল, তাই ‘এ’ দলের হয়ে ম্যাচগুলো টেস্ট ক্রিকেটারদের বেশ ভালো কাজে দেবে।

বাংলাদেশ টেস্ট দল আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে। দ্বিতীয় এবং শেষ টেস্ট হবে ৩০ আগস্ট করাচিতে।

সম্পর্কিত খবর