প্যারিস অলিম্পিকে কেন বেগুনী ট্র্যাক, জানেন কী?
২০১৬ রিও অলিম্পিকের ট্র্যাক ছিল নীল রঙের। পরের টোকিও অলিম্পিকের ট্র্যাক ছিল ছিল মরিচা বা ইটের লাল রঙের। সাধারণত এই রঙেই সাজে অলিম্পিকের ট্র্যাকগুলো। তবে প্যারিস সাজল ভিন্নভাবে এবং কার্যত সবচেয়েই ভিন্নভাবে। প্যারিস অলিম্পিকের ট্র্যাকের রঙ বেগুনী এবং অলিম্পিক ইতিহাসে প্রথমবারের মতো এই রঙে সাজল কোনো ট্র্যাক।
এই বেগুনী ট্র্যাকের নিচের স্তরে একটি নতুন জ্যামিতিক নকশাও রয়েছে। যার উদ্দেশ্য মূলত অ্যাথলেটদের পারফরম্যান্সকে আরও বাড়িয়ে তোলা। এক সাক্ষাৎকারে ইউরোপভিত্তিক সংবাদমাধ্যম ইউরোনিউজকে এমনটাই জানিয়েছিলেন সেই বিজ্ঞানী, যিনি এই ট্র্যাকটির নিউমেরিক্যাল মডেলিং নিয়ে কাজ করেছেন।
কেনই বা বেগুনী ট্র্যাক? কেনই বা তৈরি হলো না আগের রুপে? আসুন সেসব বিষয়গুলোই খতিয়ে দেখা যাক।
প্যারিস অলিম্পিকের এই ট্র্যাকটি তৈরি করেছে ইতালিয়ান প্রতিষ্ঠান মন্ডো। ১৯৯২ সাল থেকেই তারাই অলিম্পিকের ট্র্যাকগুলোর প্রস্তুতকারক।
প্যারিস অলিম্পিকের এই বেগুনী ট্র্যাকের কি কোনো মুখ্য উদ্দেশ্য আছে? তর্কসাপেক্ষে উত্তরটি হ্যাঁ সূচক হতেই পারেই। কারণ ট্র্যাকের প্রস্তুতকারকরা আশা করছে, এই বছর ট্র্যাকের অধীনে বায়ু কোষগুলোর নতুন জ্যামিতিক আকার অ্যাথলেটদের নতুন রেকর্ড ভাঙতে সহায়তা করবে।
অবশ্য এই বেগুনী ট্র্যাকের পেছনে আরেকটি মূল কারণও আছে। প্যারিস অলিম্পিকের অফিশিয়াল রঙের সঙ্গে সামঞ্জস্য রেখেই স্ট্যাড দে ফ্রান্স স্টেডিয়ামের বেগুনী রঙটি বেছে নিয়েছে। যেখানে এর আগের ট্র্যাকের রঙ ছিল নীল।
নয় লেনের এই ট্র্যাকটি মাঝখানে হালকা বেগুনি এবং প্রান্তে আভাগুলো গাঢ়। স্টেডিয়ামে ২৩ হাজার ১১৪ বর্গমিটার ট্র্যাক স্থাপন করতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির সময় লেগেছে প্রায় তিন মাস।
প্যারিস অলিম্পিকের এই ট্র্যাকটি কি আদৌ নতুন রেকর্ড গড়তে সাহায্য করবে? অবশ্য বিশেষজ্ঞদের মতে এমন কিছুর আভাসই পাওয়া যাচ্ছে। বেগুনী রঙের এই ট্র্যাকের মডেল বানিয়েছেন মিলানের পলিটেকনিক ইউনিভার্সিটির উপাদান বিজ্ঞান ও প্রযুক্তির সহযোগী অধ্যাপক লুকা অ্যান্ডেনা। তিনি ইউরোনিউজকে জানান, ‘নতুন ট্র্যাকটি কমপক্ষে টোকিওর মতো দ্রুত হওয়া উচিত, তবে নরম হতে হবে। সেটিই স্পিন্টারদের দৌড়ের শেষ অংশে গতি ধরে রাখার মতো কঠিন কাজকে অনেকটাই সহজ করে দিবে।’
তবে কি শুধু ১০০, ২০০ মিটার বা ৪০০ মিটারের দৌড়বিদরাই এসব সাহায্য পাবেন? না, এমনটা মোটেও ভাবছেন অ্যান্ডেনা। তার মতে, লম্বা দূরত্বের ইভেন্টেও ট্র্যাকগুলো একই রকম কাজ করবে। তবে তাপমাত্রা অতিরিক্ত বাড়লে সেটি ট্র্যাকগুলোর কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারে।