অস্ট্রেলিয়ায় প্রথম ওয়ানডেতেই বড় জয় বাংলাদেশ এইচপির
অস্ট্রেলিয়া সফরটা জয় দিয়ে শুরু করল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। পারভেজ ইমন ও তানজিদ তামিমের ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ২৫০ রান জমা করেছিল সফরকারীরা। এরপরে বোলারদের নৈপুণ্যে নর্দান টেরিটরি ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্লাবকে ১১২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন আর তানজিদ মিলে শুরুটা বেশ ভালো করেছিলেন। উদ্বোধনী জুটিই স্কোরবোর্ডে এনে দিয়েছিল ১০০ রান।
নিজেদের প্রথম ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশ দুই ওপেনার। তানজিদের ৫৩ এবং ইমনের ৪৭ রানের ইনিংসে ভর করে বড় লক্ষ্যর দিকেই এগিয়ে যাচ্ছিল দল। তবে দুই ওপেনার সাজঘরে ফেরত যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারানো শুরু করে বাংলাদেশ।
স্বীকৃত ব্যাটারদের কেউই ৩০ রানও করতে পারেননি। শেষ দিকে আবু হায়দার রনি দলের হাল ধরে, ৪১ বলে ৩৮ রান আসে তার ব্যাট থেকে। তার এই ইনিংসে ভর করেই শেষমেশ ১০ উইকেট হারিয়ে ২৫০ রান ছুঁয়ে ইনিংস শেষ করে বাংলাদেশ।
জবাবে ব্যাট হাতে নর্দানের ওপেনার জ্যাকব ডিকম্যান ছাড়া আর কেউই বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ৮৭ বল খরচ করে ৫১ রান করে মাহফুজুর রাব্বির ওভারে কাঁটা পড়েন তিনি। এরপর একের পর এক ব্যাটার উইকেটে আর সাজঘরের পথ ধরেছেন।
বল হাতে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের বোলাররা। বাংলাদেশ এইচপি দলের বোলারদের তোপের মুখে ৪২তম ওভারেই সবকটি উইকেট হারিয়ে থামে স্বাগতিকদের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ এইচপি দল: ৫০ ওভারে ২৫০/১০ (তামিম ৫৩, পারভেজ ৪৭, রনি ৩৮; হামিশ মার্টিন ৪৬/৪, চার্লি স্মিথ ৩৫/২, ম্যাট হ্যামন্ড ৪৬/২)
নর্দান টেরিটরি স্ট্রাইক: ৪২ ওভারে ১৩৮/১০ (ডিকম্যান ৫১; রাব্বি ১৭/২, মুকিদুল ২২/২, রনি ১৮/২, রাকিবুল ২৭/২)
ফল: বাংলাদেশ এইচপি দল ১১২ রানে জয়ী।