হতাশ হয়ে হাল ছেড়ে দিতে চেয়েছিলেন নেইমার

হতাশ হয়ে হাল ছেড়ে দিতে চেয়েছিলেন নেইমার

ক্যারিয়ার জুড়ে চোট যেন নেইমারের সঙ্গী ছিল। নিজের ফুটবলীয় ক্যারিয়ারটিকে আরও উচ্চতায় হয়ত নিয়ে যেতে পারতেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড, কিন্তু চোটের কারণে বার বার তার মাঠের খেলায় ভাটা পড়েছে। এই চোট সমস্যা প্রসঙ্গে নেইমার এবার নিজেই প্রকাশ করলেন নিজের অনুভূতি।

প্রতিবার চোটে পড়ার পরও দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়ানোর নজির আছে নেইমারের। তবে এমন অনেক সময়ও তার জীবনে এসেছে যখন হতাশায় তিনি হাল ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন।

নিজের ইন্সটাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘এই চোটে পড়ার পর এমন অনেক দিন এসেছে যখন খুব কঠিন সময় কেটেছে। এমন কিছু দিন এসেছে যখন আমি হাল ছেড়ে দিতে চেয়েছি। এই সব কিছুর মধ্য দিয়ে যাওয়া কঠিন।’

এই মুহুর্তে প্রায় একবছর ধরে মাঠের বাইরে আছেন নেইমার। গেল বছর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুতে আধাত পান এই উইঙ্গার। সেদিন চোখের পানির সঙ্গে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর এখনো মাঠের খেলায় ফেরত আসতে পারেননি সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।

এই চোট থেকে সেরা ওঠার সময়ের কথা মনে করে তিনি বলেন, ‘আমার মধ্যে এমন একজন যোদ্ধা আছে, আমি যা চাই তা না পাওয়া পর্যন্ত যে থামবে না! সৃষ্টিকর্তাই আমার শক্তি ও আশ্রয়। আমরা প্রতিদিন লড়াই চালিয়ে যাব।’

নেইমারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, এমনটাই জানান তার বর্তমান ক্লাবের পর্তুগিজ কোচ জর্জে জেসুস। তিনি আশাবাদী যে সেপ্টেমরে মাঠের খেলায় ব্রাজিলের হয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে পাবে তার দল।

সম্পর্কিত খবর