একদিনে দুই স্বর্ণপদক জিতলেন মারশাঁ

একদিনে দুই স্বর্ণপদক জিতলেন মারশাঁ

প্যারিস অলিম্পিকে আলোড়ন ফেলে দেওয়া একজন অ্যাথলেটের নাম হলো লিওঁ মারশাঁ। অলিম্পিকের ইতিহাসে প্রথমবার একই দিনে দুটি স্বর্ণপদক জেতার নজির গড়লেন ফ্রান্সের এই তরুণ।

৪০০ মিটার ব্যক্তিগত মিডলে স্বর্ণ জেতার পাশাপাশি দুই ইভেন্টে রেকর্ডও গড়েছেন তিনি। অলিম্পিকে সাঁতারের রাজা যাকে বলা হয়, মাইকেল ফেলপসও এই রেকর্ড নিজের নামে করতে পারেননি।

২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জেতার দুই ঘণ্টার মধ্যে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকের স্বর্ণপদকও জিতেছেন মারশাঁ। ১ মিনিট ৫১.২১ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন এই পদক। এছাড়া রেকর্ড গড়ে ব্রেস্টস্ট্রোকে চ্যাম্পিয়ন হতে ২ মিনিট ৫.৮৫ সেকেন্ড সময় নিয়েছেন মারশাঁ।

রেকর্ড গড়ে পদক জয়ের পর নিজের অনুভূতি জানান এই তরুণ অ্যাথলেট, ‘এখানে আসার পর থেকেই নিজেকে অন্যভাবে প্রমাণের একটা তাগিদ ছিল। দেশের মাটিতে অলিম্পিক, এখানে ভাল কিছু করতেই হবে এমন আশা ছিল। ডাবল রেকর্ড গড়ে আমি কিছুটা হলেও সেই আশা পূরণ করেছি। সবাই আমাকে বলেছিল এটা কোনভাবেই সম্ভব নয়। আমার মনের মধ্যেও শঙ্কা ছিল। আমি শুধুমাত্র প্রত্যাশা পূরণের চেষ্টা করেছি। সত্যিকার অর্থেই আমি ঐ দুটি ফাইনালের প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছি।’

সম্পর্কিত খবর