২ সপ্তাহ পর কোপা আমেরিকার সেরা দল ঘোষণা, মেসি আছেন?
কোপা আমেরিকার ফাইনাল হয়ে গেছে দু’সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু এরপরও টুর্নামেন্টের সেরা দলে আছেন কারা কারা জানা যাচ্ছিল না। অবশেষে দুই সপ্তাহেরও কিছু বেশি সময় পরে কনমেবল ঘোষণা করেছে এই একাদশ।
অবধারিতভাবেই এই দলে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলোয়াড়দেরই আধিক্য, ৫ জন আর্জেন্টাইনকে নিয়ে গড়া এই দল। রানার্স আপ কলম্বিয়া থেকে এই একাদশে খেলোয়াড় আছেন ২ জন। এছাড়াও ব্রাজিল, কানাডা, উরুগুয়ে আর ইকুয়েডরের এক জন করে ফুটবলার আছেন এই দলে।
আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে ১ গোল হজম করেছে। সঙ্গে একটা পেনাল্টি শ্যুটআউটও জিতিয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। তার হাতে তাই উঠেছিল সেরা গোলরক্ষকের পুরস্কার। সেই তিনি এই দলেরও গোলরক্ষক। তার সামনে রক্ষণে আর্জেন্টাইন ফুটবলার আছেন একজন, ক্রিশ্চিয়ান রোমেরো। মাঝমাঠে আছেন রদ্রিগো দে পল। আর ৫ গোল করে টুর্নামেন্টের গোল্ডেন বুট জেতা লাওতারো মার্তিনেজ যেমন আছেন, পুরো টুর্নামেন্টে নিজের ছায়া হয়ে থেকে মোটে ১ গোল করা লিওনেল মেসিও আছেন।
কলম্বিয়ার দুজন খেলোয়াড় হলেন দাভিনসন সানচেজ আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বনে যাওয়া মিডফিল্ডার হামেশ রদ্রিগেজ। ইকুয়েডর থেকে একমাত্র খেলোয়াড় হলেন ডিফেন্ডার পিয়েরো হিনকাপি, কানাডার অ্যালিস্টার জনসনও ঠিক তাই। উরুগুয়ে থেকে ডিফেন্ডার ম্যানুয়েল উগারতে আছেন এই একাদশে।
ব্রাজিল থেকেও আছেন একজনই। ফরোয়ার্ড রাফিনিয়া জায়গা করে নিয়েছেন এই দলে।
কোপা আমেরিকার সেরা একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা);
ক্রিশ্চিয়ান রোমেরো (আর্জেন্টিনা), অ্যালিস্টার জনস্টন (কানাডা), ডেভিনসন সানচেজ (কলম্বিয়া), পিয়েরো হিনকাপি (ইকুয়েডর);
হামেশ রদ্রিগেজ (কলম্বিয়া), মানুয়েল উগারতে (উরুগুয়ে), রদ্রিগো দি পল (আর্জেন্টিনা);
রাফিনিয়া (ব্রাজিল), লিওনেল মেসি (আর্জেন্টিনা) ও লাওতারো মার্তিনেজ (আর্জেন্টিনা)