সহিংসতা বন্ধ করুন, জামাল ভূঁইয়ার আকুতি

সহিংসতা বন্ধ করুন, জামাল ভূঁইয়ার আকুতি

কোটা সংস্কার আন্দোলন পরবর্তী গণগ্রেপ্তার ও নানা ইস্যুতে অনেক বিখ্যাত ব্যক্তিরাই এরইমধ্যে সরব হয়েছেন। খেলোয়াড়রাও পিছপা হননি। বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জামাল ভূঁইয়া আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন নিজের অভিমত।

ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে তিনি ঐক্যের আহ্বান জানান। তিনি আরও বলেন সহিংসতা বন্ধ করার কথা। শান্তি কামনায় ও আগামীর সুন্দর দেশ গড়তে দেশের সবার প্রতি আহ্বান জানান জামাল।

তিনি বলেন, ‘আমি চাই একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ। সহিংসতা কোনো উত্তর হতে পারে না। সহিংসতা কোনো ভাবেই ভালো কিছু আনতে পারে না। সহিংসতা কেবল সহিংসতারই জন্ম দেয়।’

চলমান সমস্যার সমাধান হওয়া উচিত আলোচনার মাধ্যমে, অভিমত দেন জামাল। তার কথা, ‘উত্তরটা হওয়া উচিত যারা এর সঙ্গে জড়িত তারা এক হয়ে আলোচনার মাধ্যমে চলমান সম্ভাব্য সমস্যার সেরা সমাধান খুঁজে বের করা। আমি এই বিষয়ে দক্ষ নই। তবে আমার মনে হয় সহিংসতার চেয়ে এটা ভালো সমাধান। এখানে সবাই পরিবার, বন্ধু, আত্মীয়রা আছে। আপনার কাছের কাউকে ব্যথা পেতে দেখা, আহত হতে দেখার অনুভূতিটা খুবই বেদনাদায়ক।’

‘আমাদের এগিয়ে আসা উচিত। আলোচনা করা উচিত, লড়াই নয়; এই সমস্যার সমাধান করা উচিত। ইন শা আল্লাহ হয়ে যাবে। এই সহিংসতা বন্ধ করুন।’ 

এই আন্দোলনে অনেকেই প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত। কমেন্ট বক্সে তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন জামাল। তিনি বলেন, ‘শিক্ষার্থী আর তরুণরা আমাদের দেশের ভবিষ্যৎ। যেসব পরিবার তাদের ভালোবাসার সদস্যটিকে হারিয়েছে, তাদের প্রতি রইল আমার গভীর সমবেদনা।’

এরপর জামাল আরও জানান। এই ভিডিওটা ১৯ জুলাইয়ের বানানো। কিন্তু দেশে ইন্টারনেট ও ফেসবুক বন্ধ থাকার কারণে এই ভিডিও প্রকাশ করতে পারেননি তিনি। 

সম্পর্কিত খবর