নতুন অধ্যায়ের দুয়ারে আর্জেন্টিনা-ফ্রান্স দ্বৈরথ
শেষ কিছু দিনে আর্জেন্টিনা আর ফ্রান্স রীতিমতো প্রধান প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয়েছে। সেই লড়াই আরও একবার মুখোমুখি দুই দল।
এবার অবশ্য দুই দলের মঞ্চটা ভিন্ন। অলিম্পিকের মঞ্চ। এই প্রতিযোগিতার নক আউটে দুই দল মুখোমুখি হচ্ছে প্রথম বারের মতো।
আজ বাংলাদেশ সময় রাত ১টায় যখন মুখোমুখি হবে দুই দল, পুরোনো অনেক বিষয়ও থাকবে তাদের মাথায়। দুই দল তাদের বিশ্বকাপের ফাইনালকে ভুলতে পারেনি এখনও। শেষ দেড় বছরে ওই বিষয়টা বার বারই সামনে চলে এসেছে খেলোয়াড়, সমর্থকদের আচরণে।
লিওনেল মেসি গেল বছর ফ্রান্স ছেড়েছেন পিএসজির সঙ্গে ২ বছরের চুক্তি শেষে। তবে বিশ্বকাপ জেতার পর শেষ ছয় মাস বেশ দুয়ো শুনতে হয়েছে তাকে।
এরপর আর্জেন্টিনাও কি কম করেছে? কোপা আমেরিকা জয়ের পর উদযাপনের সময় ফ্রান্সকে টেনে এনেছে আবার। এই নিয়েও জলঘোলা হয়েছে বেশ।
সেই দুই দল এবার মাঠের ফুটবলে মুখোমুখি। বিষয়টার জের এখানেও পড়বে, তা বলাই বাহুল্য। তার প্রমাণ এবারের অলিম্পিকেই দেখা গেছে। ফ্রান্স আর আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল রাগবিতে। সেখানে আর্জেন্টাইন সমর্থকদের কান ঝালাপালা করে রেখেছিলেন স্বাগতিক ফরাসি দর্শকরা।
তার পর থেকে এবারের এই ম্যাচ নিয়ে বেশ করে আগ্রহ তৈরি হয়েছে। সে ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ রাতে।