কানাডার চিড়িয়াখানায় সাকিবের ‘ফ্যামিলি টাইম’

কানাডার চিড়িয়াখানায় সাকিবের ‘ফ্যামিলি টাইম’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও ব্যাটে-বলে ব্যর্থ সময় পার করছিলেন সাকিব আল হাসান। পরে চলমান গ্লোবাল টি-টোয়েন্টি কানাডাতেও ব্যাট হাতে ফর্ম খুঁজে ফিরছেন দেশসেরা এই অলরাউন্ডার। তবে বোলিংয়ে সম্প্রতি বেশ ছন্দে রয়েছেন সাকিব। বাংলা টাইগার্স মিসিসাগারের হয়ে সবশেষ তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট এবং তার নেতৃত্বেই দলটি পেয়েছে টানা তিন ম্যাচে জয়ের স্বাদ। 

টুর্নামেন্টটিতে নিজেদের পঞ্চম ম্যাচের আগে অবসর সময় ছিল দু’দিন। এতেই ফাঁকা এই সময়ে পরিবার নিয়ে কানাডার এক চিড়িয়াখানায় ঘুরতে যান সাকিব। 

নিজের ইনস্ট্রাগাম অ্যাকাউন্টে ছেলের সঙ্গে সাকিবের ছবি পোস্ট করে তার স্ত্রী উম্মে আহমেদ শিশির লিখেছেন, ‘একটা ভালো দিন কাটলো।’ এছাড়া হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন, ‘ফ্যামিলি টাইম।’

সাকিবকে নিয়ে এক আগে বিতর্ক হয়ে বহুবার। তবে মাঠের বাইরের এক বিষয় নিয়ে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন তিনি। বাংলাদেশে জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া কোটা আন্দোলনের কারণে দেশে চলছে অস্থিরতা। এতে দেশের ক্রিকেটাররা নানা মাধ্যমে দেশের শান্তি ফেরানোর আহ্বান জানান। তবে এ নিয়ে শুরু থেকেই নিশ্চুপ সাকিব। এতে ভক্ত-সমর্থক মহলে তাকে নিয়ে শুরু হয় আলোচনা। এবং অনেকটা ক্ষোভ ঝেড়েই কানাডায় এক সমর্থক তাকে এ নিয়ে প্রশ্ন করে বসেন, যে কেন তিনি চুপ রয়েছেন। 

সেখানে সাকিবের পাল্টা প্রশ্ন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ পরে সাকিব নিরাপত্তাকর্মীদের কাছে এও জানতে চান সেই সমর্থকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি-না।

ঘটনাটি গত ২৭ জুলাইয়ের। আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচে ভ্যানকুভার নাইটসের বিপক্ষে নামে বাংলা টাইগার্স মিসিসাগার। সেখানে প্রতিপক্ষকে ২২ রানে হারিয়ে সাকিবের দল তুলে নেয় আসরের প্রথম জয়। পরের দুটি ম্যাচেও জিতেছে সাকিবের দল। 

সম্পর্কিত খবর