ভেল্লালাগে-নিসাঙ্কার ফিফটিতে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার লড়াকু সংগ্রহ 

ভেল্লালাগে-নিসাঙ্কার ফিফটিতে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার লড়াকু সংগ্রহ 

ঘরের মাটিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কার অর্জনের খাতাটা একেবারেই খালি। তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। এতেই ওয়ানডে সিরিজ তাদের জন্য সুযোগ মান বাঁচানোর। তবে সেখানকার শুরুটাও খুব একটা ভালো হলো না স্বাগতিকদের। সিরিজের প্রথগ্ম ওয়ানডেতে ভারতের দলীয় বোলিং নৈপুণ্যের সামনে শতরানের সংগ্রহে পৌঁছাতেই ৫ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। তবে ওপেনার পাতুম নিশাঙ্কার ৫৬ এবং টেল এন্ডার দুনিথ ভেল্লালেগের সর্বোচ্চ ৬৭ রানের অপরাজিত ইনিংসের চড়ে ২৩০ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে তারা। 

দলীয় ১০১ রানের মাথাতেই লঙ্কানদের অর্ধেক দল ফেরে সাজঘরে। সেখানে সেই পাঁচটি উইকেট তুলেছিলেন ভারতের পাঁচটি ভিন্ন বোলার। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সেখানে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে তাদের সংগ্রহ ২৩০ রান। 

ইনিংসের তৃতীয় ওভারের ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় ৭ রানের মাথায় ওপেনার আভিশকা ফার্নান্দোকে ফেরান পেসার মোহাম্মদ সিরাজ। পরে কুশল মেন্ডিসকে নিয়ে চাপ সামলে নিতে থাকেন আরেক ওপেনার পাতুম নিসাঙ্কা। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৭ রান। তবে পাওয়ারপ্লে শেষেই মূল ধাক্কা শুরু হয় স্বাগতিকদের দলে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ ১০০ ছাড়াতেই সাজঘরে অর্ধেক দল। 

এতেও বড় শঙ্কার পড়েছিল লঙ্কানরা, দ্রুতই অলআউট হয়ে যাওয়ার। তবে সেখানে ঢাল হয়ে দাঁড়ান ভেল্লালেগে। শেষ পর্যন্ত তার ৬৫ বলে ৭ চার ২ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬৭ রানের সময় উপযোগী ইনিংসে চড়ে মান বাঁচে স্বাগতিকদের। লঙ্কানরা সংগ্রহ পায় ২৩০ রানের। সেখানে দুটি করে উইকেট নেন আর্শদীপ ও অক্ষর। 


সম্পর্কিত খবর