নিলামের পর নাম প্রত্যাহার করলে বড় শাস্তি চায় আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো  

নিলামের পর নাম প্রত্যাহার করলে বড় শাস্তি চায় আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো  

আইপিএল বিখ্যাত যেসব কারণে তার মধ্যে একটা টাকার ঝনঝনানি। তবে সাম্প্রতিক সময়ে নিজস্ব নিয়ম-কানুন বানানোতেও বিখ্যাত হয়ে উঠেছে লিগটা। কখনো ওভারে তিন বাউন্সে নো বল, কখনো ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর নিয়ম সহ নানা নতুনত্ব এনে আলোচিত হয়েছে আইপিএল। 

এবার আইপিএলে যোগ হতে যাচ্ছে নতুন নিয়ম। আসতে চলেছে নিষেধাজ্ঞার নিয়ম। নিলামে বিক্রিত হওয়ার পর কোনো ক্রিকেটার যদি নাম সরিয়ে নেয় বা টুর্নামেন্টে খেলতে না চায় সেক্ষেত্রে তাকে দিতে হবে দুই বছরের ব্যান। এমনটাই চাওয়া ফ্রাঞ্চাইজিগুলোর।  

ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট শুরুর আগে বা মাঝপথে আইপিএল থেকে সরে দাঁড়ানোর উদাহরণ অনেক। নিলামে বিক্রি হওয়ার পর - জাতীয় দলের কমিটমেন্ট, ইনজুরি, পারিবারিক দায়বদ্ধতা ছাড়ার ক্ষেত্রে এই নিয়ম না থাকার ব্যাপারে সিদ্ধান্ত দলগুলোর প্রস্তাবে। তবে এর আগে নিলামের সময়ে তারা পরিস্কার জানতে চায় একজন ক্রিকেটার টুর্নামেন্টের কতটুকু সময় এভেইলেবল। 

দলগুলোর দাবি এভাবে সরে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে টিম প্ল্যান। বার বার পরিবর্তন করতে হয় টিম প্ল্যান। অনেকাংশে ওইসব ক্রিকেটারকে নিয়ে একরকম প্ল্যানের পর সেটা চেঞ্জও করতে হয়। তাদের কাজ মাথায় রেখেই গঠন করা হয় দল, কিন্তু পরে সেসব ক্রিকেটার না থাকলে এলোমেলো হয় গেম প্ল্যান। 

নিলামে একদামে বিক্রি হওয়ার পর, টুর্নামেন্টের আগে নাম প্রত্যাহার এবং পরে আরও বেশি অর্থ দিলে খেলতে রাজি হবেন ক্রিকেটার- এমন উদাহরণও এনেছেন ফ্রাঞ্চাইজিরা। সবমিলিয়ে বিসিসিআইও সায় দিচ্ছে দলগুলোর কথায়।

সম্পর্কিত খবর