না ফেরার দেশে শেক্সপিয়ার
ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের কোচ। ফুটবলে কাউকে গুরুত্বপূর্ণ মানতে এই এক লাইনই যে যথেষ্ট। তেমনই একজন ইংলিশ ক্লাব লেস্টার সিটির সাবেক কোচ ক্রেইগ শেক্সপিয়ার। ক্যান্সারের লড়াইয়ে হেরে যিনি না ফেরার দেশে চলে গেলেন ৬০ বছর বয়সে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে শেক্সপিয়ারের পরিবার। গত বছরের অক্টোবর থেকেই চিকিৎসাধীন অবস্থান ছিলেন ক্যান্সারে আক্রান্ত হয়ে। শেক্সপিয়ারের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতির বরাতে লিগ ম্যানেজার অ্যাসোসিয়েশন জানায়, শেক্সপিয়ার নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।
সেই বিবৃতিতে শেক্সপিয়ারের পরিবার আরও জানায়, একজন খেলোয়াড় এবং একজন কোচ হিসাবে তার ফুটবলের কৃতিত্বের জন্য আমরা (পরিবার) অত্যন্ত গর্বিত। তিনি আমাদের কাছে সবসময় একজন প্রেমময় এবং প্রিয় স্বামী, পিতা, পুত্র, ভাই এবং চাচা হয়ে থাকবেন।
শেক্সপিয়ারের জন্মটা ইংল্যান্ডের বার্মিংহামে, ১৯৬৩ সালের ২৬ অক্টোবর। দেশীয় বিভিন্ন ক্লাবের হয়ে তিনি খেলেছেন প্রায় দুই দশক। তবে সবসময় বড় পরিচয়তা পেয়েছেন ম্যানেজারিয়াল ক্যারিয়ারে।