সেমির আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে লঙ্কানরা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:৪৬ এএম | ০২ নভেম্বর, ২০২৩

ঘরের মাঠে এবারের বিশ্বকাপ আসরে ফর্মের তুঙ্গে রয়েছে ভারত। ছয় ম্যাচের সবকটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের ২য় স্থানে রয়েছে রোহিত শর্মার দল। অপরদিকে ছয় ম্যাচে দুইটিতে জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলে বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে ৭ম অবস্থানে রয়েছে কুশল মেন্ডিসের দল।   

সমুম্বাইয়ের আইকনিক ওয়াংখেডে স্টেডিয়ামে আজ নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দু’দল। শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ভারত সেমিতে এক পা দিয়েই রেখেছে বলা যায়। জয়ের ধারা অব্যহত রেখেই গ্রুপ পর্বের শীর্ষে থাকতে চাইবে তারা। অপরদিকে সেমিতে খেলতে হলে আজকে জয়ের বিকল্প নেই লঙ্কানদের কাছে। এমনকি আজকে ভারতের বিপক্ষে জিতে পয়েন্ট আদায় করলেও আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে তাদের কাগজে-কলমের জটিল হিসেবের সম্মুখীন হতে হবে।

চলতি বছরে নিজেদের দেখায় সর্বশেষ ৫ ম্যাচের সবকটিতেই হেরেছে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে আজ তাই অগ্নিপরীক্ষার সম্মুখীন হতে হবে তাদের। তবুও নিজেদের সর্বোচ্চটা নিয়েই লড়তে নামবে দলটি।

খেলার দুনিয়া | ফলো করুন :