প্যারিস অলিম্পিক: স্বর্ণ পদকে সবার ওপরে চীন 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:০৪ পিএম | ০২ আগস্ট, ২০২৪

প্যারিস অলিম্পিকের সপ্তম দিনে এসেও আধিপত্য ধরে রেখেছ চীন। ছেলেদের ডাইভিংয়ে সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডেও সোনা জিতল তারা। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১২টি স্বর্ণপদক জিতল চীন। সোনা জয়ের হিসেবে এখন পর্যন্ত যা সর্বোচ্চ। 

চীনের ১২টি সোনার মধ্যে সিনক্রোনাইজড ডাইভিংয়েই এসেছে পাঁচটি। যার মধ্যে সবশেষ এই  সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে। ইভেন্টে তাদের পয়েন্ট ছিল ৪৪৬.১০। যেখানে ৪৪৪.০৩ পয়েন্ট নিয়ে রুপা জিতেছে মেক্সিকো এবং ৪৩৮.১৫ পয়েন্টে ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের। 

এদিকে প্যারিস অলিম্পিকের প্রথম সোনাও জিতেছিল চীন। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্রে দলগত সোনা জিতেছিল তারা। সেখান থেকে এখন পর্যন্ত ১২টি সোনা ছাড়াও ৭টি করে রুপা ও ব্রোঞ্জ জিতেছে চীন। 

এদিকে ৯টি সোনাসহ মোট ৪০ পদক নিয়ে দুইয়ে আছে। এবং সমান সংখ্যক সোনাসহ মোট ২৫টি পদক নিয়ে তিনে আছে গ্রেট ব্রিটেন।  

 

খেলার দুনিয়া | ফলো করুন :