ভারত-শ্রীলঙ্কার ‘ঐতিহাসিক’ টাই

ভারত-শ্রীলঙ্কার ‘ঐতিহাসিক’ টাই

শ্রীলঙ্কা-ভারত কিছুতেই যেন মূল ম্যাচে সমতাটা ভাঙতে পারছে না! শেষ টি-টোয়েন্টিটায় ভারত মূল ম্যাচে জিততে পারেনি, সুপার ওভারে টাইটা ভাঙতে হয়েছিল। টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও একই দৃশ্য।

ওয়ানডে ক্রিকেটে তো আর সুপার ওভার নেই, মূল ম্যাচে সমতা ভাঙল না, তাই খেলাটা শেষ হলো ওই সমতায় থেকেই। জিতল না শ্রীলঙ্কা-ভারতের কেউই।তাতে একটা ইতিহাসও গড়া হয়ে গেছে। রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম তার ১৪৯তম ম্যাচে এসে দেখল প্রথম টাই। 

দুই দল শ্রীলঙ্কার মাটিতে সবশেষ বার যখন মুখোমুখি হয়েছিল, সে ম্যাচে মোহাম্মদ সিরাজের তোপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল লঙ্কানরা। এশিয়া কাপ ফাইনালের মতো না হলেও ব্যাটিং নিয়ে আজও ভুগেছে দলটা।

টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার পাথুম নিসাঙ্কা ফিফটি করেছেন বটে, কিন্তু ওপাশে শুরু থেকেই দেখেছেন সঙ্গীদের আসা যাওয়ার মিছিল। তিনি ক্রিজে থেকে ওপাশে চার ব্যাটারকে ফিরতে দেখেছেন প্যাভিলিয়নে, তার মধ্যে সর্বোচ্চ রান ছিল মোটে ১৪, ইনিংসদুটো ছিল কুশল মেন্ডিস আর চারিথ আসালঙ্কার। 

দলের রান তিন অঙ্ক ছুঁতে সে নিসাঙ্কাও ফেরেন। এরপর এই ভূমিকায় অবতীর্ণ হন দুনিথ ভেল্লালাগে। ওপাশে ব্যাটাররা আসছেন যাচ্ছেন, তারই মধ্যে তিনি খেলেন ইনিংস সর্বোচ্চ ৬৭ রান। তাতে ভর করে শ্রীলঙ্কা ইনিংস শেষ করে ২৩০ রান তুলে।

জবাবে রোহিত শর্মা তার মতো করেই শুরু করেছিলেন ইনিংসটা। ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ওপেনিং জুটি থেকেই চলে এসেছিল ৭৫, তাও ১২.৪ ওভারে। তবে সঙ্গী শুভমান গিল ফেরার ঠিক পরেই ফিরে গেলেন রোহিত শর্মাও। ভারতের ইনিংসে ধসের শুরুও ওখানেই।

তবে বিরাট কোহলি ধাক্কাটা সামাল দেওয়ার একটা চেষ্টা করেছিলেন শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে। তবে সে প্রতিরোধটাও টিকল না। ৪৩ রানের জুটিটা যেই না ভাঙল কোহলির বিদায়ে, এরপর শ্রেয়াসও ফিরে গেলেন দ্রুতই। ১৩২ রানেই অর্ধেক ইনিংস হাওয়া হয়ে যায় ভারতের।

সে ধাক্কা সামলে ভারত এগোচ্ছিল লোকেশ রাহুল আর অক্ষর পাটেলের ব্যাটে চড়ে। ৬৭ রানের জুটিটা ভাঙার পর এই দুজনেও ফিরলেন জোড়ায় জোড়ায়। এরপর ভারতকে এই রান তাড়ায় তরিয়ে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন শিভম দুবে।

তবে তার ২৫ রানের লড়াকু ইনিংসের শেষ হলো দল যখন সমতায় ঠিক তখন। নবম ব্যাটার হিসেবে তিনি যখন আউট হলেন, তখনও ভারতের জয়ের সম্ভাবনা মিলিয়ে যায়নি। তবে সেটা মিলিয়ে গেল পরের বলে। আসালঙ্কার বলে আরশদীপ সিং এলবিডব্লিউর শিকার বনে গেলে। ফলে ভারত-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে শেষ হয় সমতায় থেকেই। 

সম্পর্কিত খবর