ফ্রান্সের কাছে হেরে বিদায় আর্জেন্টিনার

ফ্রান্সের কাছে হেরে বিদায় আর্জেন্টিনার

আর্জেন্টিনার ওপর ফ্রান্সের ক্ষোভটা আগে থেকেই ছিল। তার বহিঃপ্রকাশ ঘটল গত রাতে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে। তবে তাতে মাঠের খেলায় জিততে ভোলেনি কোচ থিয়েরি অঁরির ফ্রান্স। তাদের কাছে ১-০ গোলে হেরে অলিম্পিক থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা, ফরাসিরা চলে গেছে শেষ চারে।

তবে ম্যাচটা যেভাবে শেষ হয়েছে, এমন কিছু বোধ হয় কারোই কাম্য নয়। ম্যাচের শেষ বাঁশি বেজে উঠতেই দুই দল একে অন্যের সঙ্গে ভিন্ন এক লড়াইয়ে জড়িয়ে পড়ল। শুধু খেলোয়াড় নয়, স্টাফরাও যোগ দিলেন এতে। উত্তপ্ত বাক্যবিনিময় চলেছে টানেলে ঢোকার আগ পর্যন্ত। 

ম্যাচের শুরুটাই হয়েছে উত্তেজনায়। এর আগে এবারের অলিম্পিকের রাগবিতে ফ্রান্স আর আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে ফরাসি সমর্থকরা আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বেজে উঠতেই দুয়ো দিতে শুরু করেন। গত রাতের ম্যাচেও এমন কিছুর দেখা মিলেছে আবারও। 

গোলরক্ষক জেরোনিমো রুইয়ি যতোই বলুন এর জন্য প্রস্তুত ছিল আর্জেন্টিনা, বিষয়টা বোধ হয় দলকে একটু নাড়িয়েই দিয়েছিল। নাহয় ৬ মিনিটের মাথায় মাইকেল ওলিসের কর্নার থেকে করা মাতেতার গোলটার জবাব কেন দিতে পারল না কোচ হাভিয়ের মাসচেরানোর দল?

সুযোগ যে আসেনি তা নয়। বেশ কিছু সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। তবে গিলিয়ানো সিমিওনে আর হুলিয়ান আলভারেজরা সে সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। ফলে আর্জেন্টিনাও আর সমতা ফেরাতে পারেনি।

আর্জেন্টিনার বিদায়ের ফলে একটা বিষয় নিশ্চিত হয়ে গেল। ২০০০ অলিম্পিকের পর এই প্রথম অলিম্পিকের সোনা যাবে আমেরিকার বাইরে। ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত একচ্ছত্র দাপট দেখিয়েছে লাতিন আমেরিকার দলগুলো। আলবিসেলেস্তেদের বিদায়ে সে দাপটেরও ইতি ঘটল।

সম্পর্কিত খবর