স্পেন-মরক্কোর স্বপ্নযাত্রা চলছেই
এবারের অলিম্পিকটা যেন রীতিমতো স্বপ্নের মতো কাটছে মরক্কোর। স্পেনের স্বপ্নের দিন তো শুরু তার আগে থেকেই। সে স্বপ্নযাত্রা দুই দলেরই জারি রইল কাল রাতে।
জাপানকে ৩-০ গোলে হারিয়ে স্পেন আর যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়ে মরক্কো চলে গেছে অলিম্পিকের শেষ চারে। সেখানে একে অপরের মুখোমুখি দুই দল।
স্পেনের নায়ক বনে গেছেন ফারমিন লোপেজ। স্প্যানিশদের ইউরোজয়ী দলের অন্যতম এই সদস্য আলো কেড়ে নিলেন অলিম্পিকের মঞ্চে। ১১ মিনিটে তার দূরপাল্লার শট স্পেনকে এগিয়ে দেয়।
এরপর ৭৩ মিনিটে সার্জি গোমেজের কর্নার আয়ত্বে নিয়ে দারুণ এক ভলি করেন তিনি, তাতেই পেয়ে যান দ্বিতীয় গোলের দেখা। এরপর আবেল রুইজের গোলে জয় নিশ্চিত হয়ে যায় স্প্যানিশদের।
তারা সেমিফাইনালে খেলবে মরক্কোর বিপক্ষে, যারা কোয়ার্টার ফাইনালে গত রাতে যুক্তরাষ্ট্রকে রীতিমতো উড়িয়েই দিয়েছে। প্যারিসে গতকাল মরক্কানরা প্রথম গোল পায় পেনাল্টি ঠেকে, সোফিয়ানে রাহিমি করেন গোলটা। চার ম্যাচে এটি ছিল তার পঞ্চম গোল।
মরক্কো ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের ৬৩ মিনিটে। বার্সেলোনার দুই সাবেক ফুটবলার আবদে এজাজুলি আর ইলিয়াস আখোমাচের যুগলবন্দিতে আসে গোলটা, আবদের পাস থেকে দারুণ এক গোল করেন ইলিয়াস।
নিজের ক্লাব পিএসজির হোমে খেলতে নামা অধিনায়ক আশরাফ হাকিমি করেন পরের গোলটা। শেষ গোলটা আসে পেনাল্টি থেকে, শেষ মুহূর্তে এই গোলটা করেন মেহদি মাওহুব।