পরিস্থিতির কারণে হলো না ক্রিকেটারদের ‘রানিং টেস্ট’

পরিস্থিতির কারণে হলো না ক্রিকেটারদের ‘রানিং টেস্ট’

আজ ৩ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। অ্যাথলেটিকস ট্র্যাকে ১.৬ কিলোমিটারের একটা রানিং টেস্ট হওয়ার কথা ছিল। তবে আবহাওয়ার পরিস্থিতির কারণে সেটা করা সম্ভব হয়নি, ১৪ জনকে নিয়ে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হয়েছে স্ট্রেন্থ টেস্ট।

এমন সব পরীক্ষার মধ্য দিয়ে বিশ্বকাপের আগেও যেতে হয়েছে ক্রিকেটারদের। এই পরীক্ষা তারই ধারাবাহিকতা, জানালেন বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম। 

তার কথা, ‘বিশ্বকাপে যাওয়ার আগে আমরা একটা ফিটনেস টেস্ট করিয়েছিলাম। আজকে তার ফলোআপ টেস্টিং ছিল। তাতে আমাদের রানিং টেস্ট ছিল, কিছু স্ট্রেংথ টেস্ট ছিল। রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারিনি আমরা। স্ট্রেংথ টেস্টটা করেছি। আজকে ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে।’

আজ শুরু অনুশীলন। তবে স্কিল ক্যাম্প শুরু হবে কাল থেকে। রানিং টেস্ট অবশ্য আবহাওয়ার ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি। 

বায়জিদের কথা, ‘আজকে থেকেই শুরু হয়ে যাবে অনুশীলন। স্কিল ক্যাম্প আগামীকাল থেকে কাজ করবে। আর রানিং টেস্টের ক্ষেত্রে নেক্সট টাইম ওয়েদারের ওপর ডিপেন্ড করবে। আর ক্রিকেটারদের উপস্থিত থাকার ওপর নির্ভর করবে। অনেকগুলো প্লেয়ার ‘এ’ টিমে যাবে, জাতীয় দলের প্রোগ্রামে। তো সময়টা বের করা হলে আবার প্লান করা হবে।’

সম্পর্কিত খবর