অলিম্পিকে আজ লড়াইয়ে নামছেন ইমরানুর
প্যারিস অলিম্পিকে আজ লড়াইয়ে নামছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টের লড়াইয়ে নামবেন স্তাদ দ্য ফ্রান্সের অ্যাথলেটিকস ট্র্যাকে।
বাংলাদেশের অলিম্পিক যাত্রা শেষ হয়ে যেতে পারে আজই। কারণ বাংলাদেশ থেকে সব মিলিয়ে ৫ জন অ্যাথলেট গেছেন প্যারিসে। সেখানে ৩ জনই ইতোমধ্যে বিদায় নিয়েছেন গেমস থেকে।
আজ লড়াইয়ে নামছেন বাকি দু’জন। তাদেরই একজন ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টের হিটে তিনি নামবেন আজ বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে।
শারীরিক শক্তির ব্যবধানের কারণে বাংলাদেশ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মতো খেলায় ভালো কিছু করতে পারে না। তাই বাংলাদেশি অ্যাথলেটদের লক্ষ্য থাকে ব্যক্তিগত রেকর্ড ছাড়িয়ে যাওয়ার।
দেশের দ্রুততম মানব ইমরানুরের লক্ষ্যটাও এবার অভিন্নই রয়ে গেছে। তিনি বলেন, ‘আমি নিজের সেরা টাইমিং করতে চাই। দোয়া করবেন যেন আমি সেরাটা দিতে পারি।’