‘অভিন্ন’ লক্ষ্য নিয়ে আজ পুলে নামছেন সোনিয়া
নিজেকে ছাড়িয়ে যাওয়া। বিশ্বের আর সব খেলায় এ কথাটা আপনি শুনবেন রথী-মহারথীদের ক্ষেত্রে, যখন তারা পারফর্ম্যান্সের চূড়ায় থাকেন, যখন তাদের আর কাউকেই ছাড়িয়ে যাওয়ার থাকে না, তখন।
কথাটার অন্য একটা দিকের দেখা মেলে অলিম্পিকে বাংলাদেশের খেলা থাকলে। যেমন প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতায় যাওয়া হয়, তাতে বাংলাদেশের অ্যাথলেটদের সামনে হিটের লড়াইটাকেই মনে হয় অনেক কঠিন, তখন নিজেরাই একটা লক্ষ্য ঠিক করে নেন, নিজেকে ছাড়িয়ে যাওয়ার।
সে লক্ষ্যটা সাঁতারু সামিউল ইসলাম রাফির ছিল, আজ ইমরানুর রহমান এই লক্ষ্য নিয়ে নামছেন। একই লক্ষ্য সাঁতারু সোনিয়া খাতুনেরও। বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদের মধ্যে একমাত্র নারী ক্রীড়াবিদ তিনি।
সেই তিনি লড়াইয়ের আগে সাংবাদিকদের জানালেন নিজের লক্ষ্য, ‘নিজের টাইমিং আরেকটু কমিয়ে আনতে চাই। মাত্র দেড় মাসের অনুশীলনে অলিম্পিকে এসেছি। আপনারাও জানেন, এখানে কেমন প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। তবে সেদিকে না তাকিয়ে আমার লক্ষ্য ক্যারিয়ার সেরা টাইমিং করা।’
লা দিফেন্স অ্যারেনায় ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে আজ বিকেল ৩টায় নামবেন সোনিয়া। এই ইভেন্টে তার সেরা টাইমিং ৩০.১১ সেকেন্ড।