মার্শঁর চারে চার, ছুঁলেন ফেলপসকে
প্যারিস অলিম্পিকে আক্ষরিক অর্থেই সোনালী একটা সপ্তাহ কাটল লিওঁ মার্শঁর। ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে গত শুক্রবার জিতে নিয়েছেন সোনা। যা চলতি আসরে তার চতুর্থ সোনাজয়।
এই সোনা জিতে তিনি কিংবদন্তি মাইকেল ফেলপসকেও ছুঁয়ে ফেলেছেন। ফেলপসের পর এক আসরে চারটা ব্যক্তিগত অলিম্পিক সোনা জেতা প্রথম পুরুষ সাঁতারু তিনি, ২০০৮ বেইজিং অলিম্পিকে রেকর্ডটা গড়েছিলেন ফেলপস।
মারশঁর এই লড়াইটা হয়েছে ল্য দিফেন্স অ্যারেনায়। তিনি এটা জিতেছেন ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ডে। যা ইতিহাসে দ্বিতীয় দ্রুততম, আর অলিম্পিক রেকর্ডও।
এমন কীর্তি গড়ার পর তিনি বলেন, ‘আমি মনে করি এটা এমন একটা সপ্তাহ যেখানে কিছুই ভুল হয়নি। এটা একেবারে নিখুঁত ছিল।’
এর আগে মার্শঁ ২০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন। এরপর ৪০০ মিটার মেডলিতেও সোনা জিতেছেন তিনি।
এখানেই তার জয়যাত্রা থেমে যাচ্ছে না অবশ্য। প্যারিসে দুটো রিলে রেসেও অংশ নেবেন তিনি।